ছবি: জয়ন্ত দাস
ধীমান রায়, কাটোয়া: মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাস খুনের (Mangalkot TMC Leader Murder Case) ঘটনার মাষ্টারমাইন্ড শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেপ্তারের পরই CID’র হাতে ধরা পড়ল আরও এক দুষ্কৃতী। ধৃত বছর পঁচিশের শেখ বাবুল ওরফে শেখ খোকন। তার বাড়ি বীরভূমের বোলপুর থানার ঘিদহ গ্রামে। শুক্রবার রাতে তাকে ওই গ্রাম থেকেই গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, অসীম দাসকে খুনের জন্য শেখ বাবুলকে প্রায় ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল শেখ রাজু। রাজু পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু কাঠের কাজের আড়ালে রাজু অস্ত্র ব্যবসা করত বলেই ধারণা তদন্তকারীদের। বাবুল ওরফে খোকন এই খুনে আর কার সাহায্য নিয়েছিল তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা। শনিবার শেখ রাজু এবং খোকন শেখকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিআইডি। বিচারক ১০ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.