Advertisement
Advertisement
স্কুল ছুটি

স্কুলে ২ মাসের ছুটি কমিয়ে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত হোক, আবেদন শিক্ষক সংগঠনের

৩০ জুনের বদলে ৮ জুন পর্যন্ত গরমের ছুটি চান শিক্ষকরা৷

Summer vacation to cut short till 8 June, BTEA appeals
Published by: Sucheta Sengupta
  • Posted:May 3, 2019 8:12 pm
  • Updated:May 3, 2019 8:12 pm

দীপঙ্কর মণ্ডল: তীব্র গরম এবং ফণী আতঙ্কের কথা মাথায় রেখে রাজ্যের সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে আগাম ছুটি দেওয়া হয়েছিল৷ ছুটির মেয়াদ ধার্য করা হয়েছিল ৩০ জুন পর্যন্ত৷ প্রায় দু’মাসের এত দীর্ঘ ছুটিতে পড়াশোনার বেশ ক্ষতি হবে বলে মনে করছে শিক্ষাবিদদের একাংশ৷ বৃহস্পতিবার শিক্ষাদপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারির পরই এনিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷

[আরও পড়ুন : বিজেপি কর্মীদের বাড়িতেই পুলিশি অভিযান! আউশগ্রামে জোট বেঁধেছেন মহিলারা]

শুক্রবার এর বিরোধিতায় সরব হল শিক্ষক সংগঠন বিটিইএ৷ সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের যুক্তি, ৮ জুনের পর স্কুল বন্ধ রাখা অনাবশ্যক৷ তাই ৮ জুনের পর থেকেই স্কুল খুলে পঠনপাঠন চালু করে দেওয়া হোক৷ তাতে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার কাজে কোনও অসুবিধা হবে না৷ পরীক্ষার প্রস্তুতি নিতেও সমস্যার মুখে পড়বে না পড়ুয়ারা৷ এই মর্মে শিক্ষা দপ্তরের কাছে আবেদন রাখতে চলেছে বিটিইএ৷ সাধারণত এই সময়েই গ্রীষ্মের ছুটি থাকে রাজ্যের স্কুলগুলিতে৷ তারপর স্কুল খুললে পরীক্ষা হয়৷ তাই গ্রীষ্মাবকাশ চলাকালীন অনেক সময় শিক্ষকদের স্কুলে যেতে হয়৷ অন্যান্য কাজ থাকে তাঁদের হাতে৷

Advertisement

কিন্তু এবছর পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষকদেরও গরমের ছুটিতে স্কুলে না যেতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর৷ শুক্রবার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন আরও এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, ৩০ জুন পর্যন্ত ছুটিতে শিক্ষক, শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না৷ যার জেরে শিক্ষকমহল কিছুটা স্বস্তি পেলেও অন্য চিন্তা তৈরি হয়েছে৷ টানা প্রায় দু’মাসের ছুটি থাকলে কীভাবেই বা অন্যান্য কাজ হবে, সেটাই ভাবাচ্ছে স্কুল কর্তৃপক্ষকে৷

[আরও পড়ুন : আয়লার স্মৃতি ফেরার আতঙ্কে কাঁটা সুন্দরবনবাসী, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন]

এর আগেও দু’বছর তীব্র দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি বর্ধিত করা হয়েছিল৷ কিন্তু এবারের সংকট আরও বেশি৷ ফণীর দাপট কীভাবে কতটা ক্ষতিগ্রস্ত করবে, তা আগাম আঁচ করা মুশকিল৷ ফণী পরবর্তী সময়ে গরম থেকেও কতটা স্বস্তি মিলবে, তাও বোঝা যাচ্ছে না৷ তাই ৩০ জুন পর্যন্ত ছুটি আদৌ কমিয়ে আনা যাবে কি না, সে বিষয়েও কিছু বলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর৷ পরে প্রয়োজনমতো ছুটি কাটছাঁট করা যেতে পারে৷   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement