দেব গোস্বামী, বোলপুর: কেমন আছেন সুকন্যা! অনুব্রতকন্যার জন্য মনখারাপ তাঁর বান্ধবী সুতপা পালের। দিল্লি থেকে বোলপুরে ফিরেও সুকন্যার (Sukanya Mondal) জন্য উদ্বেগে তিনি। জানা গিয়েছে, গত সপ্তাহেই দিল্লির তিহাড় জেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুকন্যা মণ্ডল। খবর পাওয়া মাত্রই বোলপুর থেকে দিল্লির উদ্দেশ্যে বান্ধবীর জন্য ছুটে যান সুতপা।
দিল্লি পৌঁছনো মাত্রই তিনি জানতে পারেন, জেলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে সুকন্যার। পরবর্তীকালে দিল্লিতে থাকাকালীনই খবর পান বান্ধবী ভাল আছেন! অবশেষে গত বুধবার, বান্ধবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে। তারপরেই বোলপুর ফেরেন সুতপা।
উল্লেখ্য, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। জেলবন্দি অভিন্ন হৃদয় বান্ধবীর কথা ভাবতে ভাবতেই বারবার মনখারাপ হয় সুতপার। তাঁকে দেখতে ছুটে যান দিল্লি। বোলপুরের (Bolpur) বাঁধগোড়ার বাসিন্দা সুকন্যার বান্ধবী সুতপা পাল (Sutapa Paul)। বাবা-মা এবং ভাই ছাড়া সুতপার পরিবারে আর কেউ নেই। সুতপা নিজেও ক্যান্সারে আক্রান্ত। তাঁর পরিবারের সকলেই প্রায় অসুস্থ! বোলপুর বালিকা বিদ্যালয়ে পড়াশোনার সুবাদেই সুকন্যার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় সুতপার। বান্ধবীর সুদিন-দুর্দিনেও তাঁর পাশে সবসময় থেকেছেন সুতপা। ২০২০-র ২৪ জানুয়ারিতে মাতৃহারা হন সুকন্যা। এরপর থেকে তাঁর ছায়াসঙ্গী ছিলেন বান্ধবী সুতপা। গত বছর ১১ আগস্ট, অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পরেও সুকন্যার পাশে থেকে সাহস জুগিয়েছেন বান্ধবী সুতপা। সুকন্যাও বান্ধবীর যাবতীয় চিকিৎসার খরচ বহন করেছেন বারাবার। ফলে তিহাড়বন্দি হওয়ার পর থেকেই বান্ধবীর জন্য মন ব্যাকুল ছিল সুতপার।
শুক্রবার রাতে বোলপুরে ফেরার পর সুকন্যার বান্ধবী সুতপা সংবাদমাধ্যমের সামনে কিছু জানাতে চাননি। যদিও তাঁর পরিবার সূত্রে জানা যায়, “গত বুধবার সুতপার সঙ্গে সুকন্যার দেখা হয় দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে (Delhi Court)। আদালতেই দেখা করতে গিয়েছিলেন তাঁর স্কুলজীবনের বান্ধবী সুতপা পাল। সুকন্যার শরীর ভাল নেই, জেলের স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা চলছে বলেও সুতপাকে হাতধরে জানিয়েছেন সুকন্যা। রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যাকে হাজিরার জন্য আনা হলে সেখানেই বান্ধবীর সঙ্গে সাক্ষাৎকারের অনুমতি মেলে।” দীর্ঘ ১৫ মিনিট কথা হয় দু’জনের, দাবি এমনও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার কথায়, “বান্ধবীর গ্রেফতারের পর থেকেই খাওয়াদাওয়া ভুলে বোলপুরের বাড়িতেই অঝোরে কেঁদে চলেছেন সুতপা! মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। ক্যান্সারে আক্রান্ত সুতপার কিছু দিনের মধ্যেই কেমোথেরাপি বা দামি ওষুধেরও প্রয়োজন।” উত্তরাখণ্ডের হরিদ্বারে চিকিৎসার জন্য যাওয়ার কথা সুতপার, জানা গিয়েছে এমনও। কিন্তু তাঁর চিকিৎসার খরচ যোগাবেন কে? ফলে সুকন্যার তিহাড়বন্দি হওয়ার পর থেকেই বান্ধবীর জন্য মনখারাপ সুতপারও!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.