সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ায় দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে এবার আক্রান্ত হলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ খোদ নিজের জেলা, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ‘জেল ভরো’ কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন তিনি৷ গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ পরে বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়৷ এমনকি, তাঁদের লক্ষ্য করে ইট-বোমা ছোঁড়া হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বাম নেতৃত্ব৷
বামেদের দাবি, ডায়মন্ড হারবারে ‘জেল ভরো’ কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন সুজন চক্রবর্তী-সহ সিপিএমের বেশ কয়েকজন কর্মী-সমর্থকরা৷ তাঁদের মারধর করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট৷ এমনকী, বেশ কয়েকটি বোমাও ছোঁড়া হয় বলে সিপিএম নেতৃত্বের দাবি৷ গোটা ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে বলে অভিযোগ সুজন অনুগামীদের৷ সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ীর অভিযোগ, এদিনের জেল ভরো কর্মসূচি বাতিল করার জন্য গতকাল রাতে পুলিশ ডায়মন্ড হারবারের সিপিএম নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে৷ গতকাল রাতেই ডায়মন্ড হারবারে লাগানো সমস্ত ফ্ল্যাগ-ফেস্টুন পুলিশ ছিঁড়ে দিয়েছে বলেও অভিযোগ শমীক লাহিড়ীর৷ তাঁর দাবি, এদিনের জেল ভরো কর্মসূচিকে পণ্ড করতেই শাসকদল এই কাজ করেছে৷
[ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর]
অন্যদিকে, বাঁকুড়ার খাতড়ায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে বুধবার৷ খাতড়ার জলডোবরা গ্রামে এক দলীয় নেতার বাড়িতে গিয়েছিলেন দিলীপবাবু৷ রাত ১১টা নাগাদ সেখান থেকে বেরনোর সময় এই ঘটনাটি ঘটে৷ অভিযোগ এদিন তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে একদল দুষ্কৃতী৷ দুষ্কৃতীদের ছোঁড়া ইটে ক্ষতিগ্রস্ত হয় বিজেপি বিধায়কের গাড়ি৷ বিজেপির অভিযোগ, গাড়িতে হামলার পাশাপাশি জলডোবরা গ্রামের ওই বিজেপি নেতার বাড়িতেও একই সঙ্গে একদল লোক চড়াও হয়ে ভাঙচুর চালায়৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে খাতড়ার এসডিপিও বিবেক ভার্মা জানিয়েছেন, গাড়িতে ঢিল পড়লেও বিজেপি সভাপতির কিছু হয়নি৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.