Advertisement
Advertisement

Breaking News

Sujit Bose

খাওয়া নিয়ে গণ্ডগোল! দেগঙ্গায় ‘দিদির দূত’ সুজিত বসুর সামনেই হাতাহাতি তৃণমূল কর্মীদের

বিধায়কের নামে মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন দলের কর্মীরা।

Sujit Bose visited Didir Doot campaign, TMC workers involved in clash | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2023 4:34 pm
  • Updated:January 19, 2023 5:02 pm  

অর্ণব দাস, বারাসাত: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে খাওয়াকে কেন্দ্র করে অশান্তি। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) সামনেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। কর্মসূচির মাঝে কর্মীদের এই হাতাহাতিতে অস্বস্তিতে শাসকদল।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জনসংযোগে জোর দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। দিদির দূতেরা যাচ্ছেন নিজেদের এলাকার সমস্ত বাসিন্দাদের বাড়িতে। কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। জানছেন সমস্যা। এই কর্মসূচির অংশ হিসেবেই বৃহ্স্পতিবার দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা পূর্বপাড়া ২২৪ নং বুথ এলাকায় যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। দলের নির্দেশ অনুযায়ী, কর্মীদের বাড়িতেই মধ্যহ্নভোজন করার কথা ছিল সুজিত বসুর। কিন্তু কার বাড়িতে খাবেন মন্ত্রী? তা নিয়েই এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘পদ্মে ভোট দিন, চোরদের জেলে ভরব’, বাংলায় এসে শুভেন্দুর সুরে সুর মেলালেন নাড্ডা]

এদিন দমকল মন্ত্রীর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের রীতিমতো হাতাহাতি চলতে থাকে। বেজায় অস্বস্তিতে পড়েন যান সুজিত বসু। কর্মীদের শান্ত হওয়ার কথা বলেন। অবশেষে ময়দানে নামে পুলিশ। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। শান্ত হয় দু’পক্ষই। তারপর ফের শুরু হয় কর্মসূচি। এরপর স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কর্মীরা। বলেন, “আমরা তৃণমূলের কর্মী। আমাদের দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছি। বিধায়ক এলাকায় আসেন না। মানুষেরা আমাদের ধরেন, কারণ আমরা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।” অভিযোগ পাওয়ামাত্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: ‘অ-আ-ক-খ’ শিখবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হাতেখড়ি সরস্বতী পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement