Advertisement
Advertisement

বাম পরিষদীয় নেতা হচ্ছেন সুজন চক্রবর্তী

ছাত্র ও যুব রাজনীতি করে উঠে আসা সুজন এবার যাদবপুর কেন্দ্র থেকে জিতেছেন৷ এর আগে একবার বারুইপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জিতেছিলেন৷ পরে হেরে যান৷ মাঝে একবার যাদবপুর লোকসভা থেকে জিতে সংসদে গিয়েছিলেন৷ সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ সুজনকে পার্টি পরিষদীয় নেতা হিসাবে বেছে নিল৷

Sujan will lead Left Wing in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 3:27 pm
  • Updated:May 25, 2016 3:27 pm

স্টাফ রিপোর্টার: নির্বাচনী ফলাফলে বামফ্রন্ট এবার তৃতীয় স্থানে চলে গিয়েছে৷ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও হেরে গিয়েছেন৷ কংগ্রেস দ্বিতীয়স্থান পাওয়ায় বিরোধীদলের মর্যাদা পেতে চলেছে৷ তবু পরিষদীয় রাজনীতির প্রয়োজনে এবার নেতা নির্বাচন করল সিপিএম৷ পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে বুধবার সকালে সিপিএমের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন সুজন চক্রবর্তী৷ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ছাত্র ও যুব রাজনীতি করে উঠে আসা সুজন এবার যাদবপুর কেন্দ্র থেকে জিতেছেন৷ এর আগে একবার বারুইপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জিতেছিলেন৷ পরে হেরে যান৷ মাঝে একবার যাদবপুর লোকসভা থেকে জিতে সংসদে গিয়েছিলেন৷ সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ সুজনকে পার্টি পরিষদীয় নেতা হিসাবে বেছে নিল৷ সিপিএমের এই সিদ্ধান্ত বামফ্রন্টের অন্য শরিকদের জানিয়ে দেওয়া হবে৷ সিপিএমের সিদ্ধান্ত যে অন্য শরিকরা মেনে নেবেন তা বলাই বাহুল্য৷ নেতা নির্বাচিত হওয়ার পর সুজন জানান, “পার্টির নীতি ও আদর্শের পাশাপাশি সাধারণ মানুষের বক্তব্য বিধানসভায় তুলে ধরাই মূল লক্ষ্য৷”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement