Advertisement
Advertisement

Breaking News

৬ দিনের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়

দলের শীর্ষ নেতাকে গ্রেপ্তারির প্রতিবাদে রাজ্যে আন্দোলনের ঝড় তুলেছে তৃণমূল৷

Sudip Banerjee sent to CBI custody
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 7:20 pm
  • Updated:January 4, 2017 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিল সিবিআই৷ বুধবার তাঁকে পেশ করা হয় ভুবনেশ্বর আদালতে৷ সেখানেই তাঁকে ১২ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা৷ আদালত ১০ জানুয়ারি পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই হেফাজতের নির্দেশ দেয়৷

মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় লোকসভায় তৃণমূলের দলনেতাকে৷ রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে৷ কলকাতায় সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময়ও কোনওরকম ভেঙে পড়ার লক্ষণ ছিল না সাংসদের চেহারায়৷ বরং শ্লেষ করে জানিয়েছিলেন, সংসদে ভাল পারফরম্যান্সেরই প্রতিফলন গ্রেপ্তারি৷ এদিন আদালতেও বিন্দুমাত্র ভেঙে পড়তে দেখা যায়নি তাঁকে৷ তাঁর আইনজীবী জানান, আদালতকে পুরো বিষয়টি জানিয়েছেন সুদীপবাবু৷ নোট বাতিলের বিরোধিতা করেছেন বলেই তাঁর সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে বলেও আদালতকে সাফ জানান তিনি৷ এদিন নিজের সওয়াল নিজেই করেন সুদীপবাবু৷

Advertisement

দলের শীর্ষ নেতাকে গ্রেপ্তারির প্রতিবাদে রাজ্যে আন্দোলনের ঝড় তুলেছে তৃণমূল৷ দলের পরিষদীয় নেতাকে গ্রেপ্তার যে তাদের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না৷ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন যে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে তা তিনি ভাবতে পারেননি৷ তবু কিছু আর্থিক লেনদেনের অবৈধতার কারণে সিবিআই তাঁকে গ্রেপ্তার করে৷ তাঁকে ও ধৃত অপর সাংসদ তাপস পালকে মুখোমুখি বসিয়ে তদন্তেরও ভাবনা আছে সিবিআইয়ের৷ ইতিমধ্যেই এই কাণ্ডে উঠে আসছে এক হেভিওয়েট টলিউড নায়িকার নাম৷ হাই প্রোফাইল ধৃতদের জেরা করেই যে এ ব্যাপারে আরও তথ্য মিলবে সে বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা৷ আর তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানানো হয়েছিল আদালতে৷ এদিন ভুবনেশ্বর আদালতও তাতেই সায় দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement