ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। দিন ঘোষণার আগেই ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ২০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাম-কংগ্রেস এখনও জোট-জট নিয়ে দোটানায়। ফলে দুই দলেরই প্রার্থী তালিকা প্রকাশ কার্যত বিশবাঁও জলে। এর মাঝেই ৪২ আসনে প্রার্থী দেওয়ার পথে এসইউসিআই। সিপিএম, সিপিআইকে দুষে বৃহত্তর বাম ঐক্যের ডাক দিয়েছে তারা।
রাজ্যের একমাত্র দল তৃণমূল যারা একসঙ্গে ৪২ আসনে প্রার্থী দিয়েছে। এর পর দ্বিতীয় দল হিসেবে এসইউসিআই রাজ্যের সব আসনে প্রার্থী দিচ্ছে। সারা বছর নানা রকম আন্দোলনের কথা বলে ভেসে থাকার চেষ্টা করলেও ভোটের মুখে এসে প্রার্থী দিতে চুল ছিড়তে হচ্ছে বামফ্রন্টকে। তথৈবচ অবস্থা কংগ্রেসের। তারা শ্যাম রাখবে না কূল রাখবে, তাই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, ফলে বাম-কং জোটও ঘেঁটে ঘ! বিজেপি বুক ফুলিয়ে প্রচার করলেও তারাও এখনও ৪২ আসনে প্রার্থী দিতে পারেনি। অথচ এই তিন দলের চেয়ে ‘ছোট’ দল এসইউসিআই ৪২ আসনেই প্রার্থী দিতে চলেছে। তারা একাই লড়াই করবে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে এসইউসিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “সিপিএম সবসময় কংগ্রেসের সঙ্গে থাকতে চায়। তারাই বৃহত্তর বাম ঐক্যের উপর আঘাত হানছে। ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।” একইসঙ্গে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটকেও তোপ দেগেছেন তিনি। এসইউসিআইয়ের দাবি, সিপিএম মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, আইএসএফের মতো দলের সঙ্গে জোট করছে। যা এসইউসিআইয়ের আপত্তির অন্যতম কারণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.