Advertisement
Advertisement
কাঁচরাপাড়া

কাঁচরাপাড়া স্টেশনে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন চলাচল

চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

Suburban train services on Sealdah-Ranaghat route disrupted
Published by: Sulaya Singha
  • Posted:February 10, 2020 4:14 pm
  • Updated:February 10, 2020 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হওয়ায় এমনিতেই শিয়ালদহ মেন শাখায় বাতিল করে দেওয়া হয়েছে বহু ট্রেন। সোমবার সকাল থেকেই ট্রেনে কার্যত বাদুরঝোলা হয়ে অফিস পৌঁছেছেন নিত্যযাত্রীরা। তারই মধ্যে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বাড়ল বিপত্তি। ঘটনায় চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

এদিন বিকেল ৩টে নাগাদ কাঁচরাপাড়া স্টেশনে ভেঙে পড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ। ফলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রায় এক ঘণ্টা ধরে ব্যাহত শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন রেলকর্মীরা। বিকেল পাঁচটার পর পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকের মদতে ফোন করে জঙ্গলে ডেকে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩]

এই সময় অনেকেই কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও বাড়ি ফিরতে এই সময় ট্রেন ধরে। আর ঠিক এই সময়ই প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে পড়ে গন্তব্যে ফিরতে অন্য পথ ধরেন।

রবিবার থেকেই শিয়ালদহ মেন শাখার নৈহাটি ও ইছাপুর স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে। যার জেরে বাতিল বহু ট্রেন। ছুটির দিন হওয়ায় প্রথম দিনে খুব একটা ভোগান্তি না হলেও সোমবার সকাল থেকে জেরবার মেন শাখার যাত্রীরা। এদিন আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদহ মেন শাখার মোট ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে প্রতি স্টেশনে উপচে পড়ছে ভিড়।

শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার যে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে আপ ও ডাউনে মোট ২৬টি নৈহাটি লোকাল, ১৪টি কল্যাণী সীমান্ত লোকাল, ৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩টি নৈহাটি-রানাঘাট লোকাল ও ২টি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল-সহ বেশ কয়েকটি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেন বারাকপুর পর্যন্ত চালানো হচ্ছে। 

[আরও পড়ুন: অস্ত্র উপস্থিত বুদ্ধি, বড়দের হারিয়ে সেই সারমেয়কে মুক্ত করল স্কুল পড়ুয়ারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement