Advertisement
Advertisement

বই হারিয়ে যাওয়ার ‘অপরাধ’, পেয়ারা গাছের ডাল দিয়ে ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার

জঙ্গি মানসিকতার পরিচয়, মত মনোবিদদের।

Substitute teacher beats up student
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 6, 2018 5:05 pm
  • Updated:May 6, 2018 5:05 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নৃশংস বললেও ভুল হবে না! লঘু অপরাধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে তালিবানি কায়দায় মারধর করে নিজের জঙ্গি মানুষিকতা প্রমাণ দিলেন গড়িয়ার গৃহশিক্ষিকা৷

অভিযোগ, বই হারিয়ে যাওযায় অপরাধে পেয়ারার ডাল দিয়ে এক ছাত্রীকে মারধর করে গৃহশিক্ষিকা৷ শিক্ষিকার মার থেকে বাঁচতে পায়ে ধরার পরেও মেলেনি ছাড়৷ আলাদা ঘরে নিয়ে গিয়ে পেয়ারার মোটা ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ ঘটনার জেরে সংজ্ঞা হারিয়ে ফেলে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী৷ শিক্ষিকার মারে গুরুতর জখম হন গড়িয়ার বিনোদবিহারী স্কুলের ওই ছাত্রী৷ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় তাকে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও রবিবার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই গড়িয়ার শ্রীনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীকে মারধরের বিষয়টি অন্যদের কাছ থেকে জানতে পেরে মেয়েকে বাড়িতে নিয়ে যান নির্যাতিতা ছাত্রীর বাবা৷ বাড়ি নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসাও করা হয়৷ এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা অপর্ণা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়৷ এই শিক্ষিকার কাছে গত তিন বছর ধরে পড়াশোনা করছিল ওই ছাত্রী৷

এর আগেও তাকে ও অন্যান্য ছাত্র-ছাত্রীদের সে মারধর করেছে বলে অভিযোগ৷ তা নিয়ে ঝামেলাও হয়েছে একাধিকবার৷ কিন্তু, এদিন কেন ওই গৃহশিক্ষিকা তার রণচণ্ডী মূর্তি ধারণ করলেন, তা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ শিক্ষিকার মানসিক সুস্থতা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা৷ এদিন ঠিক কী কারণে এই ঘটনা ঘটালেন ওই শিক্ষিকা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত ওই গৃহশিক্ষিকাকে গ্রেপ্তার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয়দের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement