Advertisement
Advertisement
দিলীপ ঘোষ

‘ধাপে ধাপে উঠবে গ্যাসের ভরতুকি’, দিলীপের বার্তায় অশনি সংকেত দেখছে জনতা

‘বিনাশকালে বুদ্ধিনাশ’ বলেও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি৷

Subsidy of LPG Cylinder will be lifted says BJP leader Dilip Ghosh
Published by: Sayani Sen
  • Posted:June 2, 2019 5:18 pm
  • Updated:June 3, 2019 9:00 am  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: সমীক্ষা বলছে, দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী৷ সংসার চালাতে গিয়ে পকেটে ভাঁটার টান গৃহস্থের৷ নাভিশ্বাস আমজনতার৷ তার মাঝেই গ্যাসে ভরতুকি তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে বলেই জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলে হামলা, তৃণমূল কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে]

লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৮টি আসন দখল করে নিজেদের ক্ষমতা প্রমাণ করে দিয়েছে বিজেপি৷ ফল খুব একটা ভাল হয়নি তৃণমূলের৷ তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় মিছিলে মেতেছে গেরুয়া শিবির৷ শনিবার মেদিনীপুরের নারায়ণগড়ের পাতলি গ্রামে বিজয় মিছিল করে বিজেপি৷ তাতেই অংশ নেন দিলীপ ঘোষ৷ এদিনের মিছিল থেকে তিনি বলেন, ‘‘গ্যাসের দাম আগেও বেড়েছে৷ আবার কমেছে৷ ভরতুকি আমরা তুলব, এটা সবাই জানে৷ সাধারণ মানুষও জানে৷ সেজন্য যা ভরতুকি ছিল তা আস্তে আস্তে কমবে সব জায়গায়৷ আর মানুষের ক্রয় ক্ষমতা, আর্থিক সঙ্গতি বাড়বে৷ তারা যেন নিজে কিনে খেতে পারেন, সেরকম সঙ্গতি হবে৷ সারাজীবন যুগ যুগ ধরে তো ভরতুকি চলতে পারে না৷’’

Advertisement

ভোট মিটতে না মিটতেই ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। চলতি মাসের শুরুতেই সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বেড়েছে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভরতুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৭৬৩ টাকা ৫০ পয়সা। তাতে বেসামাল পরিস্থিতি গৃহস্থের৷ এই অবস্থায় দিলীপ ঘোষের ভরতুকি তুলে দেওয়ার ইঙ্গিতে যথেষ্টই বিরক্ত আমজনতা৷

[ আরও পড়ুন: ফের উত্তপ্ত খেজুরি, বিরোধীদের বাধার মুখে তৃণমূল বিধায়ক]

জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি৷ এই প্রসঙ্গে এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ৷ বিনাশকালে বুদ্ধিনাশ হওয়ার ফলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে কাঁচরপাড়া, নৈহাটিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি৷ লোকসভার মতো আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল হবে বলেও গেরুয়া শিবিরের নেতার গলায় আত্মবিশ্বাসের সুর৷

দেখুন ভিডিও:

ছবি: সৈকত পাঁজা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement