সোমনাথ পাল, বনগাঁঃ পঞ্চায়েত ভোটের শেষবেলার প্রচারে ঝড় তুললেন মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুভ্রাংশু রায়। কটাক্ষ, সমালোচনায় শুভ্রাংশুর নিশানায় প্রথম থেকেই ছিল বিজেপি। তিনি রেয়াত করেননি নিজের বাবা মুকুল রায় ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও।
[ভোটের ৪৮ ঘণ্টা আগে ১০ লক্ষ টাকা-সহ গ্রেপ্তার বিজেপির ৩ নেতা]
শনিবারই ছিল পঞ্চায়েত ভোটের প্রচারে শেষ দিন। আর শেষদিনেই ঝোড়ো ব্যাটিং করলেন মুকুল পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। শনিবার বাগদা বিধানসভায় পঞ্চায়েতের প্রচারে এসে এলাকা চষে ফেলেন মুকুল পুত্র। তারপরে জনসভায় দাঁড়িয়ে বাবা মুকুল রায় ও বিজেপিকে একহাত নেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনাও শোনা যায় তাঁর মুখে। বাংলায় বিভিন্ন ধর্মের মানুষের বাস কিন্তু বিজেপি সেই বৈচিত্রের মধ্যে ফাটল ধরাতে চাইছে বলে সরাসরি অভিযোগ করেন শুভ্রাংশু রায়। পাশাপাশি বিজেপির থেকে সাবধান
থাকার পরামর্শ দেন তিনি।
[লাঠির আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু, অভিযোগের আঙুল ফরওয়ার্ড ব্লকের দিকে]
এরপরেই শুভ্রাংশুর আক্রমণের মুখে পড়তে হয় তাঁরই বাবা, একদা তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়কে। ভোট প্রচারে গিয়ে কিছুদিন আগেই বাংলার মানুষকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুকুল রায়। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করেই সুর চড়ান শুভ্রাংশু। স্মার্টফোনের চেয়ে বাংলার মানুষ দু’টাকা কিলো চাল, কন্যাশ্রী ও যুবশ্রীতে খুশি বলে জানান মুকুল পুত্র। তিনি আরও জানিয়ছেন যে, ‘বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন তা বাংলার মা বোনেরা সহ্য করবে না। ‘শুভ্রাংশুর নিশানায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নোট বাতিলের সময়ে মোদির পনেরো লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে বীজপুরের বিধায়ক প্রশ্ন করেন, ‘কোথায় গেল পনেরো লাখ?’
[আবাসিক ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার মালিক ও শিক্ষিকা]
সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভ্রাংশু জানিয়েছেন যে, মমতা বন্দোপাধ্যায় তাঁর নেত্রী, তাঁর রাজনৈতিক সত্তা। পাশাপাশি মুকুল রায় তাঁর পারিবারিক সত্তা। তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে সেই ব্যাক্তিকে তিনি একচুলও জমি যে ছেড়ে দেবেন না তা বুঝিয়ে দিয়েছেন বীজপুরের বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.