Advertisement
Advertisement

Breaking News

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ, ভাঙচুর তালদির মোহনচাঁদ হাই স্কুলে

গ্রেপ্তার তিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল ছুটির ঘোষণা৷

Students vandalize school in Canning
Published by: Kumaresh Halder
  • Posted:September 1, 2018 4:27 pm
  • Updated:September 1, 2018 4:27 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র-সংঘর্ষে উত্তাল ক্যানিং মহকুমার তালদি মোহনচাঁদ হাইস্কুলে৷ শনিবার সকালে বহিরাগতদের এনে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে একদল ছাত্রের বিরুদ্ধে৷ স্কুলের আসবাবপত্র থেকে শুরু করে অফিস ঘরেও ভাঙচুর চালায় উত্তেজিত পড়ুয়ারা৷ চেয়ার-টেবিল-আলো-পাখা তছনছ করে দেওয়া হয়৷ পরে, উন্মত্ত পড়ুয়াদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী৷ অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷

[অভাবের তাড়ণায় ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে মরণঝাঁপ যুবকের]

এদিন ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে জখম বেশ কয়েকজন শিক্ষক৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ এই ঘটনায় কয়েকজন বহিরাগতকে আটকও করে ক্যানিং থানার পুলিশ৷ পরে স্কুল ছুটির ঘোষণা করে সংঘর্ষে লাগাম টানার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ৷

Advertisement

[মাদকের হোম ডেলিভারি! প্রতিবাদ করে বেধড়ক মার খেলেন যুবক]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়৷ খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে দুই দলের পড়ুয়ারা৷ অভিযোগ, স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণির ছাত্রদের উপর একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে এসে চড়াও হয়৷ তাদের মারধর করা হয়৷ বিষয়ে শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় নস্কর বিষয়টি মিটিয়ে দিলেও শনিবার ফের বাধে গন্ডগোল৷ শনিবার সকালে স্কুল শুরুর আগেই আক্রান্ত ছাত্ররা বহিরাগতদের নিয়ে হাজির হয়৷ স্কুলের বেশ কয়েকজন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়ে আচমকাই উত্তেজিত হয়ে একদল ছাত্র স্কুলের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনায় আতঙ্কিত হয়ে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরা স্কুল থেকে পালিয়ে যায়৷ এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷

ছবি: বিশ্বজিৎ নস্কর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement