Advertisement
Advertisement

Breaking News

এগরা কলেজে মাটিতে বসে পরীক্ষা দিলেন পড়ুয়ারা!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, নিন্দার ঝড় সর্বত্র।

Students sit in the open for exams
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 22, 2019 5:31 pm
  • Updated:January 22, 2019 5:31 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগাম নোটিস ছাড়াই পরীক্ষা দিতে চলে এসেছেন ৩০০ জন বেশি পড়ুয়া। কাউকে অবশ্য ফেরায়নি কলেজ কর্তৃপক্ষ। মাটিতে বসে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা কলেজে। মাটিতে বসে পরীক্ষা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দা ঝড় ওঠেছে শিক্ষামহলে।

[দেড় বছর শারজা বন্দরে জাহাজে আটকে ক্যাপ্টেন, ঘাটালে উদ্বেগে পরিবার]

Advertisement

ঘটনাটি ঠিক কী? স্নাতকস্তরের প্রথম বর্ষের পরীক্ষায় এগরা কলেজে সিট পড়েছে কাঁথি কলেজ ও মোহনপুর কলেজের পড়ুয়াদের। নিয়ম অনুযায়ী, সে কলেজে পরীক্ষা হয়, সেই কলেজকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, কোন কলেজ থেকে কতজন পড়ুয়া পরীক্ষা দিতে আসবেন। কিন্তু, এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা সঠিকভাবে না জানানোর জন্য বিপত্তি ঘটেছে। অন্তত তেমনই দাবি এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামলির। তাঁর বক্তব্য, প্রথমে জানানো হয়েছিল, কাঁথি কলেজের ১৬৯০ পড়ুয়া পরীক্ষায় বসবে। কিন্তু, পরীক্ষার দিনে হাজির হন ১৯৫০ জন। এগরা কলেজের অধ্যক্ষের দাবি, একেবারে শেষবেলায় অতিরিক্তি তিনশো জন পরীক্ষার্থীর কথা জানিয়েছে কাঁথি কলেজ কর্তৃপক্ষ। মোহনপুর কলেজের পরীক্ষার্থী সংখ্যা ছিল চারশো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে জানালে, তিনি পরীক্ষা নিতে বলেন। তাই বাধ্য হয়েই এগরা কলেজের কনফারেন্স রুম, এমনকী খোলা মাঠেও পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়। বাইরে থেকে আনতে হয় অতিরিক্ত পরীক্ষকও। কিন্তু এগরা কলেজের অধ্যক্ষ যাই বলুন না কেন, এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলের। মাটিতে বসে প্রথম বর্ষের পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।   

[ পাণ্ডবেশ্বরে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য, আক্রান্ত খোদ ইসিএলের বড়কর্তা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement