Advertisement
Advertisement

ক্যাম্পাসে গুলি, বহিরাগতদের গ্রেপ্তারের দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মিছিল

পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলিও৷

Students protest in Bidhan Chandra Krishi Viswavidyalaya
Published by: Kumaresh Halder
  • Posted:September 13, 2018 3:03 pm
  • Updated:September 13, 2018 3:03 pm

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: বহিরাগত দুষ্কৃতীদের বোমা ও গুলি ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারেও উত্তপ্ত নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কোনও ক্লাস নেওয়া সম্ভব হয়নি৷ উলটে, ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও খানিকটা বাড়িয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

[মোমো নয়, কার্শিয়াংয়ের পড়ুয়ার প্রাণ কেড়েছে মারণখেলা ‘ইলুমিনাটি’!]

এদিন বেলা বাড়তেই আন্দোলনকারী পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তারি ও বিশ্ববিদ্যালয়ে তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ারও দাবি জানানো হয়৷ এপ্রসঙ্গে উপাচার্য ধরণীধর পাত্র বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ছাত্রাবাস খালি করে দেওয়া যায় কি না, সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে৷’’ উপাচার্যের ঘরের সামনে আন্দোলনরত পড়ুয়াদের উচ্ছেদ করতে বুধবার রাতে বহিরাগত ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল এই হামলা চালায় বলে অভিযোগ৷ দুষ্কৃতীদের হাতে সাত-আট জন পড়ুয়া ও তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে অভিযোগ৷

Advertisement

[মন্দিরে হনুমানের লাথিতে প্রাণ গেল ভক্তের, নবদ্বীপে আতঙ্ক]

এদিন রাতের এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলিও। আন্দোলনকারীদের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা এই হামলা চালিয়েছে৷ পুলিশ ক্যাম্পাসে থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। গত কয়েকদিন ধরে পড়ুয়া ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি আধিকারিক ও ছাত্র কল্যাণ শাখার আধিকারিকের অপসারণের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ দাবি না মেটায়, গতরাতে অনশনে বসেন পড়ুয়ারা৷ অভিযোগ, পড়ুয়াদের উচ্ছেদ করতেই এদিন তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই পড়ুয়ারা হরিণঘাটা-কাঁচরাপাড়া রাস্তায় অবরোধে বসেন৷ প্রায় আধঘণ্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও উত্তেজনা চরমে থাকে৷ পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের মদতেই এই হামলা হয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

[অনটনের সংসারে ভিক্ষা করে শৌচাগার, নজর কাড়লেন রানিনগরের গৃহবধূ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement