Advertisement
Advertisement

ফের উত্তপ্ত বিশ্বভারতী, উপাচার্যের ঘরের সামনে ধরনা পড়ুয়াদের

সাপ্লিমেন্টারি পরীক্ষা ফেরানোর দাবি৷

Students protest against scrapping supplimentary exam in Visha Bharati
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 9, 2018 11:51 am
  • Updated:September 9, 2018 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে উপাচার্যের অফিসের গেটের বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন একাংশ৷ আর এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে পাশ করানোর দাবিতে ধরনায় বসলেন বিশ্বভারতীর পড়ুয়ারা৷ কয়েকজন অনশনও শুরু করেছেন বলে খবর৷ উপাচার্যের ঘরের সামনেই চলছে ধরনা-অবস্থান৷

[ ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কলকাতায় বজায় থাকবে অস্বস্তির গরম]

Advertisement

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের ভিত্তিতে পঠনপাঠন চলে৷ কিন্তু, যদি কোনও পড়ুয়া সেমিস্টারে ফেল করেন, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা ছিল৷ ফলে সেমিস্টারে ফেল করলেও পড়ুয়াদের বছর নষ্ট হত না৷ কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে বিশ্বভারতীর অন্দরেই৷ অনেক পড়ুয়া একাধিকবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন বলে অভিযোগ৷ সম্প্রতি বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন৷ সূত্রের খবর, বৈঠকে সাপ্লিমেন্টারি পরীক্ষা তুলে দেওয়ার দাবি করেন অধ্যাপকরাই৷ তাঁদের বক্তব্য, বারবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে৷ আর সবচেয়ে বড় কথা, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ফেল করা পড়ুয়াদের পাশ করানো বিশ্ববিদ্যালয়ের কাজ নয়৷ অধ্যাপকদের দাবি মেনেই সাপ্লিমেন্টারি পরীক্ষা তুলে দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন৷

এদিকে, বিশ্বভারতীতে সাপ্লিমেন্টারি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত মানতে নারাজ পড়ুয়াদের একাংশ৷ কয়েকদিন আগেই উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিদ্যা, শিক্ষা ও ভাষা ভবনের ২০-২৫ জন পড়ুয়া৷ এমনকী, উপাচার্যের অফিসের বাইরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা৷ হাজারও বিক্ষোভের পর নিজেদের সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এবার সাপ্লিমেন্টারি ফেরানোর দাবিতে ধরনায় বসলেন পড়ুয়াদের একাংশ৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের ঘরের সামনে চলছে ধরনা-অবস্থান৷ কয়েকজন আবার অনশন শুরু করেছেন বলে খবর৷ বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি৷ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিশ্বভারতী পড়ুয়ারা৷

[কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ, দিনভর পুজোপাঠ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement