শান্তনু কর, জলপাইগুড়ি: ভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার রং তুলি হাতে পথে নামল ছাত্র-ছাত্রীরা। রং আর তুলির ভাষায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের জেলাশাসকের দপ্তর-সহ গুরুত্বপূর্ণ দপ্তর বিভিন্ন রং-তুলির ভাষায় রাঙিয়ে দিলেন তাঁরা। জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরই এই অভিনব উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
স্কুল কলেজের ছাত্রীরা জেলাশাসকের দপ্তরের দেওয়ালে ভোট সম্পর্কিত নানা ছবি এঁকে সাধারণ মানুষকে নানা বার্তা দিয়েছে। ছবিতে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আধাসামরিক বাহিনী দাঁড়িয়ে রয়েছে। কেউ এঁকেছে মন্দির, মসজিদ, গির্জা। তাঁদের বক্তব্য, ভোট সবার। প্রতিবন্ধীরাও ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে এমন ছবিও রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
[ জঞ্জালের স্তূপে জীবন্ত পুড়িয়ে খুন, চাঞ্চল্য বেলুড়ে ]
‘আমার ভোট আমার অধিকার’, ‘নিজের ভোট নিজেই যাচাই করে দিন’ এমন স্লোগান দিয়েও ছবি আঁকা হয়েছে। ময়নাগুড়ি বেতগাড়া চারের বাড়ি স্কুল, ময়নাগুড়ি হাই স্কুল কুমুদিনী গার্লস হাই স্কুল-সহ জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরাও ছবি আঁকেন।
জেলা তথা নির্বাচনী আধিকারিক জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রমুখী করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। প্রত্যেক সপ্তাহেই এটা করা হচ্ছে। এর আগেও প্রতিবন্ধীদের নিয়ে এটা করা হয়েছিল। এই আঁকার পর যারা ভাল করবে তাঁদের পুরস্কার দেওয়া হবে। সকলেই যাতে ভোট দেন সেই উৎসাহ দান করার জন্যেও চেষ্টা করা হচ্ছে এই আঁকার মাধ্যমে।
[ শ্রাদ্ধানুষ্ঠানের পর পৃথক মহাভোজ, ফের প্রকাশ্যে বড়মার পরিবারের তরজা ]
ছবি: সুবীর এস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.