Advertisement
Advertisement

Breaking News

ভরতি প্রক্রিয়াকে ঘিরে সিউড়ির বিদ্যাসাগর কলেজে উত্তেজনা, পড়ুয়াদের বিক্ষোভ

অধ্যক্ষ তাদের কোন কথাই শুনতে রাজি হননি এমনই দাবি ছাত্র-ছাত্রীদের।

Students agitate in Suri Vidyasagar College
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 8:28 pm
  • Updated:July 6, 2018 8:28 pm  

নন্দন দত্ত, সিউড়ি: অনলাইন প্রক্রিয়ায় ছাত্র ভরতিকে ঘিরে শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে উত্তেজনা ছড়াল। এদিন কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অনলাইনে ভরতি প্রক্রিয়া চললেও, সেই প্রক্রিয়ায় নানা ভুল উঠে আসছে। যার জেরে বেশকিছু ছাত্র-ছাত্রী এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি। ভরতির মরসুমে এই টানাপোড়েনের সমস্ত কথা নিয়ে ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে জানাতে যায়। অধ্যক্ষ তাদের কোন কথাই শুনতে রাজি হননি এমনই দাবি ছাত্র-ছাত্রীদের। এরপরেই ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয়। এদিন প্রথম বর্ষে পাস কোর্সে ভর্তি হতে আসা রাজনগরের নতুনগ্রামের পিংকি কোড়া জানায়, ‘ভর্তি হওয়ার ইমেল আইডিটি আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। এই বিষয়ে আমি অধ্যক্ষকে জানাতে যাই। অধ্যক্ষ তপন কুমার পারিচ্ছা বলেন, আমার কিছু করণীয় নেই এতে। এখন বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কী করে কলেজে ভর্তি হব।’

[পদত্যাগ করতে চেয়ে রাজ্যপালের দ্বারস্থ যাদবপুরের উপাচার্য]

সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রী রিনা খাতুন জানান, ‘আমি কলা বিভাগ নিয়ে পড়বো বলে আবেদন করেছিলাম কিন্তু আমার কমার্সে নাম এসেছে সেই নিয়ে অধ্যক্ষকে জানাতে গেলে উনি বলেন সাইবার ক্যাফেতে খোঁজ করো। এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। বিভিন্ন সমস্যা নিয়ে আজ ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের কাছে গেলে উনি তাদের কথা শুনতে চান না বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের। এর পরেই শুরু হয় অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা জানান, ‘আমার কাছে ১০ থেকে ১২ জন এসেছিল। তারা বলে যে, আমাদের ভরতির সময় যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তা তারা হারিয়ে ফেলেছে। তাদের ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমি তাদের কথা শুনেছি, আমি তাদের বলি ১১ তারিখ পর্যন্ত পাস কোর্সে ভর্তি হওয়া যাবে।’

Advertisement
[কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর]

তিনি আরও বলেন, পুরোটাই অনলাইনের ব্যাপার সাময়িক কিছু সমস্যা হতেই পারে। ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র নেতা আল্লাউদ্দিন হোসেন জানান, যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের ভর্তির ইমেল আইডি, পাসওয়ার্ড ভুলে গিয়েছে তারা একটা যে কোনও আইডি কার্ড দেখলেই কলেজর পক্ষ থেকে সেটি বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু তার জন্য একটু সময় লাগবে। কলেজের ছাত্র সংসদ ছাত্র-ছাত্রীদের ভরতির বিষয়ে তাদের পাশে সব সময় আছে, থাকবে।

ছবি: বাসুদেব ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement