Advertisement
Advertisement

Breaking News

টিবি ছোঁয়াচে, অভিযোগে প্রেসিডেন্সির ছাত্রকে ফেরাল হাসপাতাল

অভিযোগ, প্রতিবাদ করে কপালে জুটেছে অপমান৷

Student suffering from TB denied treatment at hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 9:58 am
  • Updated:February 17, 2017 9:59 am  

স্টাফ রিপোর্টার: টিবি হয়েছে৷ আর তা নাকি ছোঁয়াছে রোগ৷ এই অজুহাতে অসুস্থ ছাত্রর চিকিৎসা করতে অস্বীকার করা হয়েছে৷ এমনই অভিযোগ উঠল মগরাহাট গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মির আবদুর৷ বিষয় তাঁর অঙ্ক৷ কিন্তু টিউবারকিউলোসিস বা টিবি কেমন করে ছোঁয়াচে হতে পারে তা এখনও মিলিয়ে উঠতে পারছেন না তিনি৷ মগরাহাট এলাকাতেই বাড়ি মিরের৷ সেই কারণেই নীলরতন সরকার হাসপাতাল থেকে স্থানীয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে রেফার করা হয় টিবি আক্রান্ত ছাত্রকে৷

Advertisement

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

অভিযোগ, স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া মাত্রই প্রথমে তাঁকে বলা হয় টিবি ছোঁয়াচে রোগ৷ তাই তাঁর চিকিৎসা করা সম্ভব নয়৷ এই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেন মির৷ কিন্তু তাঁর কথায় কান দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ উল্টে তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ৷ পরে তাঁকে বলা হয়, আগামী সপ্তাহে আসতে৷ তখন ভেবে দেখা হবে যে আদৌ তাঁর চিকিৎসা করা হবে কি না৷

শুক্রবারই মির অভিযোগ জানিয়ে সুপারের উদ্দেশে একটি চিঠি পাঠান৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি৷

খেয়ালি আবহাওয়া, বাড়ছে পক্সের দাপট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement