Advertisement
Advertisement

Breaking News

Visva Bharati University Student

শেয়ার মার্কেটে চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, ধৃত বিশ্বভারতীর ছাত্রী

বোলপুরে নয়া চিটফাণ্ডের পর্দা ফাঁস।

Student of Visva Bharati University allegedly make fraud of crore, arrested | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2023 1:07 pm
  • Updated:September 11, 2023 1:07 pm  

দেব গোস্বামী, বোলপুর: শেয়ার মার্কেটের নাম নিয়ে চড়া সুদের প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয় তার দাদাকে। বোলপুরের শুড়িপাড়া এলাকায় বাড়িতে দীর্ঘদিন ধরে খোঁজ না মেলায় শেষে রবিবার পশ্চিম গুরুপল্লীর একটি ভাড়া বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ অভিযু্ক্ত ছাত্রীকে গ্রেপ্তার করে৷ বোলপুর মহকুমায় বিশেষ আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিস হেফাজতে নির্দেশ দেওয়া হয়।

Biswabharati-Cheat-Student-1

Advertisement

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি, যখন বোলপুরে একটি নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস হয়েছিল৷ অভিযোগ, এস এস কনসালটেন্সি নামে একটি সংস্থা তৈরি করে খোলা বাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। তার জেরেই সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নাম করে। বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বোলপুরের বুকে একটি বড়সড় চিটফাণ্ড সংস্থা গড়ে তোলা হয়েছিল।

[আরও পড়ুন: পরনে অন্তর্বাস! সমুদ্রসৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে মন্দারমণিতে জোর চাঞ্চল্য]

এই প্রতারণায় জড়িত থাকার অভিযোগেই শুভ্রায়ন শীলের বোন ঈশিতা শীলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিশ্বভারতীর সংগীত ভবনের রবীন্দ্রসংগীত বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী ঈশিতা। আগেই তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল৷ এতকাল গা ঢাকা দিয়ে ছিল সে। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রসঙ্গত, এই চিটফাণ্ড সংস্থা বেশ কিছুদিন ধরে বোলপুর শহরে জাঁকিয়ে বসেছিল৷ খোলাবাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল সহ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে দেখা যেত ভাই-বোনকে৷ রাতারাতি তাদের জীবনযাপনের ধরন বদলে যাওয়ায় চোখে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের। ঈশিতার গ্রেপ্তারিতে বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোটা টাকার সুদ দেওয়ার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা আর্থিক প্রতারণা করার অভিযোগ শুভ্রায়নের বিরুদ্ধে। সেই ঘটনাতেই তার বোন ও এক দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল প্রতারিতরা। যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

[আরও পড়ুন: রক্তে ভাসছে চতুর্দিক, ফ্ল্যাটের ভেন্টিলেটর থেকে ঝুলছে যুবকের দেহ, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement