Advertisement
Advertisement

Breaking News

হুগলির চণ্ডীতলায় একাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ

মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Student dies mysteriously in Hoogly
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 27, 2019 5:19 pm
  • Updated:January 27, 2019 8:02 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলির চণ্ডীতলায় একাদশ শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু। এলাকারই একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্ধুদের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। গ্রেপ্তার মূল অভিযুক্ত। এদিকে রবিবার সকালে ওই পড়ুয়ার ডুবে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।

[পরীক্ষায় উত্তরপত্র আছে, প্রশ্নপত্র নেই! PSC-তে বাঁকুড়ার স্কুলে চাঞ্চল্য]

Advertisement

মৃতের নাম রোহিত কর্মকার। বাড়ি, চণ্ডীতলার গরলগাছা কামারপাড়ায়। একাদশ শ্রেণির ছাত্র রোহিত। পরিবারের লোকেরা জানিয়েছেন, শুক্রবার সকালে এলাকারই একটি পুকুরে মাছ ধরতে যাওয়ার জন্য রোহিতকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। আর বাড়ি ফেরেনি সে। কিছুক্ষণ খবর আসে, পুকুরে ডুবে মারা গিয়েছে রোহিত। পরিবারের লোকেদের অভিযোগ, পরিকল্পনামাফিক ডেকে নিয়ে গিয়ে রোহিতকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছে তার বন্ধুরাই। মৃতের বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে এফআইআরও করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। রবিবার সকালে  রোহিতের পুকুরে ডুবের যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই উত্তেজনা ছড়ায় হুগলির চণ্ডীতলার গরলগাছায়। মূল অভিযুক্ত মৃতের দুই বন্ধুর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। চলে ভাঙচুর। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেপ্তার করা হয়েছে মৃতের এক বন্ধুকে। সোমবার তাকে তোলা হবে জুভেনাইল আদালতে। কিন্তু, বন্ধুরা কেন খুন করল রোহিত কর্মকারকে? মোটিভ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার নেপথ্য প্রেমঘটিত কোনও কারণ থাকতে পার বলে অনুমান করছেন তদন্তকারীরা।

[ সাইকেল নিয়ে বিবাদে মধ্যযুগীয় বর্বরতা, যুবকের পুরুষাঙ্গে কামড় প্রতিবেশীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement