Advertisement
Advertisement

খারাপ ফলের জন্য ঠাঁই মিলল না স্কুলে, আত্মঘাতী পড়ুয়া

বন্ধুদের সঙ্গে ভরতি না হতে পারাতেই এই আক্ষেপ।

Student did not get admission for bad result, admits suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 8:49 pm
  • Updated:June 15, 2018 8:49 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাধ্যমিকে অসফল হয়নি সে। কিন্তু তা সত্ত্বেও হতাশায় আত্মহত্যা করল হাওড়ার কিশোর। পুলিশ সুত্রে খবর, মৃতের নাম সন্দীপ রজক। বয়স ১৮ বছর। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘোষপাড়া লেনের বাসন্দা সে।

মাধ্যমিকের ফলাফল বের হয়েছে অনেকদিন। তারপর সব বন্ধুরা সবাই স্কুলে ভরতি হয়ে গিয়েছে। কিন্তু সে একাদশ শ্রেণিতে ভরতি হতে পারেনি। কারণ, নম্বর কম। ভরতি হওয়ার জন্য স্কুল যে নম্বর চাইছে, তার কাছে সেই নম্বর নেই। এই একটাই কারণে স্কুলগুলি তাকে ভরতি নিচ্ছে না। আর এটাই মেনে নিতে পারেনি সন্দীপ। ফলে শুরু হয় মানসিক অবসাদ। একসময় আর সহ্য করতে না পেরে আত্নহত্যা করে সে।

Advertisement

পেনশন হাতাতে বেধড়ক মারধর বউমার, প্রশাসনের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষিকা ]

হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘোষপাড়া লেনের বাসন্দা সন্দীপ। শুক্রবার সে বাড়ির বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অনেকক্ষণ বাথরুমের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকেদের। তারা দরজা ভেঙে দেখে বাথরুমের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সন্দীপ। সন্দীপকে উদ্ধার করে প্রায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টিএল জয়সোয়াল হাসপাতালে ভরতি করা হয় তাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইদে কেনাকাটার জন্য ৫০০ টাকার আবদার, না পেয়ে আত্মঘাতী কিশোর ]

সন্দীপের পরিবারের তরফে জানানো হয়েছে, এই বছর সন্দীপ টিকিয়াপাড়ার আদতলাল নোনাপাড়া স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিল। কিন্তু তার ফলাফল খুব একটা ভাল হয়নি। তার বন্ধুরা একসঙ্গে একই স্কুলে একাদশ শ্রেণিতে ভরতি হওয়ার পরিকল্পনা করছিল। স্কুলও বেছে রেখেছিল তারা। হাওড়া হিন্দী স্কুল। কিন্তু সেখানেই বাধা ছিল সন্দীপের। গত বৃহস্পতিবার বন্ধুরা স্কুলে ভরতি হয়ে যায়। কিন্তু কম নম্বর থাকার জন্য সে স্কুলে ভরতি হতে পারেনি। সেই কারণে মানসিক অনবসাদে ভুগছিল সন্দীপ। এই কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে মনে করছে মত সন্দীপের পরিবার।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement