Advertisement
Advertisement

Breaking News

ডাম্পারের ধাক্কায় ছাত্রী মৃত্যু, প্রতিবাদে রণক্ষেত্র পানাগড়

দেহ আগলে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের৷

Published by: Kumaresh Halder
  • Posted:October 4, 2018 11:45 am
  • Updated:October 4, 2018 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমানের পানাগড়৷ উঠল পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও হামলা চালানোর অভিযোগ৷ বৃহস্পতিবার সকালে ডাম্পারের ধাক্কায় কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়। তার প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ অবরোধ তুলতে গিয়ে স্থানীয়দের প্রবল বাঁধার মুখে পড়ে পুলিশ৷

[মহালয়ার আগেই উৎসব শুরু বীরভূমে, কৃষ্ণনবমীতে হল দেবীর বোধন]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টিউশন পড়তে যাচ্ছিল পন্ডালি গ্রামের বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী অনন্যা রায়৷ পানাগড় বাইপাসের সার্ভিস রোডের উপর বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ডাম্পার ছাত্রীকে পিষে দেয়৷ ঘটনাস্থলেই প্রাণ হারায় কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী৷ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা৷ সাতসকালে পথদুর্ঘটনায় ছাত্রীর  মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা৷ জাতীয় সড়ক অবরোধ ও দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযোগ, পুলিশ দেখেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা৷ প্রথমে পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ৷ পথ অবরোধ তুলতে বলায় আক্রান্ত হতে পুলিশকে৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও৷ ছোঁড়া হয় ইট৷ জাতীয় সড়কের পাশে ধানক্ষেতের মধ্যে দিয়ে পুলিশকে তাড়া করতে ছাড়েনি উত্তেজিত জনতা৷ পরে, প্রাণভয়ে গাড়ি ঘুরিয়ে কোনওক্রমে ঘটনাস্থল ছেড়ে চেলে যান পুলিশ কর্মীরা৷ ছাত্রীর মৃতদেহ আগলে চলতে থাকে স্থানীয়দের অবরোধ৷ ফলে, অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ থমকে যায় যান চলাচল৷ তৈরি হয় যানজট৷

Advertisement

[তন্ত্রসাধনা করতে গিয়ে খুন যুবক, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে]

স্থানীয়দের অভিযোগ, পুলিশের মদতে এলাকায় বেপরোয়া ভাবে চলাচল করে ডাম্পার৷ আর তার জেরে  প্রায় প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে৷ ডাম্পর চলাচলের জন্য পুলিশ তোলা নেয় বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা৷ এলাকায় পুলিশি নজরদারি না থাকার জেরেই এদিনের দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাচ্ছে কাঁকসা ও পানাগড় থানার বিশাল পুলিশ বাহিনী৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement