Advertisement
Advertisement

ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ

দেখুন ভিডিও৷

Student clash in Jalpaiguri Women's College
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2018 5:37 pm
  • Updated:August 9, 2018 9:32 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি:  ফের অশান্ত শিক্ষাঙ্গন৷ ছাত্র সংসদের দখল  নিয়ে  কলেজে-কলেজে অশান্তির বিরাম নেই৷ এবার সেই তালিকায় নাম উঠল জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের৷ পড়ুয়াদের সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কলেজে পুলিশ ডাকতে হয়৷ সংঘর্ষে জখম বেশ কয়েকজন৷   

[দিলীপের পর নিজের জেলায় আক্রান্ত সুজন, ইট-বোমা ছোঁড়ার অভিযোগ]

এখনও ভোট হয়নি ৷ জলপাইগুড়ি মহিলা কলেজের  ছাত্র সংসদের পরিচালনা করছেন প্রাক্তন ছাত্রীরা৷  বৃহস্পতিবার সকালে কলেজে যখন প্রথম বর্ষের ছাত্রীরা কলেজে ঢুকছিলেন, তখন ছাত্র সংসদের সদস্যারা  মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ৷  এই নিয়েই অশান্তির সূত্রপাত৷ প্রথম বর্ষের ছাত্রীদের অভিযোগ,  বাধা দিতে গেলে ছাত্র সংসদের সদস্যরা ঝামেলা শুরু করেন৷ দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি৷ কলেজের বাইরে জড়ো হন প্রথম বর্ষের ছাত্রীরা৷ যাঁরা মোবাইল কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের কলেজের গেটের সামনে আটকে দেওয়া হয়৷ ফের শুরু হয়ে যায় হাতাহাতি৷ রীতিমতো চুলের মুঠি ধরে চলে মারধর৷  ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনিপ্রা ঘোষকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ দুপক্ষের বেশ কয়েকজন ছাত্রী জখম হয়েছেন৷ এক ছাত্রীর নখও উপড়ে গিয়েছে৷ কারও কারও আবার মাথায় চোট লেগেছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যেককেই৷ তবে কলেজে কেন প্রাক্তন ও নবীন ছাত্রীদের মধ্যে সংঘর্ষ হল, সে বিষয়ে কিছুই জানেন না হলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাশ্বতী দাস৷

Advertisement

[ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর]

মারধরের খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে আশেপাশে৷ খবর পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশের কাছেও৷ সেই খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ পুলিশের উপস্থিতিতেও চলে মারপিট৷ কিছুক্ষণের মধ্যেই যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনায় দুপক্ষের তরফেই থানায় অভিযোগ করা হয়েছে৷ তবে এখনও কেউই গ্রেপ্তার করা হয়নি৷

[ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement