Advertisement
Advertisement

Breaking News

ভুয়ো ফোনে উধাও কন্যাশ্রীর ২০ হাজার টাকা, প্রতারণার শিকার হুগলির ছাত্রী

সাইবার ক্রাইমে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী।

Student cheated twenty thousand rupees of Kanyashree
Published by: Bishakha Pal
  • Posted:February 27, 2020 8:57 pm
  • Updated:February 27, 2020 9:04 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভুয়ো ফোন কল রিসিভ করে কন্যাশ্রীর ২০ হাজার টাকা খোয়াল এক ছাত্রী। প্রতারিত ছাত্রীর নাম রিয়া পাত্র। বর্তমানে হুগলি উইমেনস কলেজের প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। বাড়ি ব্যান্ডেলের সাধুর বাগান এলাকায়।

রিয়া জানায় ২২ ফেব্রয়ারি দুপুরে তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে ছাত্রীটিকে বলা হয়, ‘এলাহাবাদ ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে খুব শীঘ্রই। আর আপনার অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা কেটে নেওয়া হবে।’ টাকা যাতে না কাটে তার জন্য কী করতে হবে জিজ্ঞাসা করায় ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে, ‘আপনার ফোনে কতগুলো ওটিপি যাবে সেগুলো বলবেন।’ প্রথমে দুই বার ওটিপি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তার অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা।

Advertisement

[ আরও পড়ুন: সাদ্দামের হাজরার ফ্ল্যাটের মালিকানা চেয়েছিল রিয়া, হলদিয়া কাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য ]

রিয়ার ফোনে প্রত্যেকবারই কত টাকা কাটা হয়েছে তার মেসেজ আসে। রিয়া বুঝতে পারে সে প্রতারণার শিকার। এরপর রিয়া বাড়ির কাছের একটি এটিএম থেকে ব্যাংকের অ্যাকাউন্টে পড়ে থাকা আট হাজার টাকা নিজে তুলে নেয়। এই বিষয়ে রিয়া চুঁচুড়ার সাইবার ক্রাইমে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছে।

[ আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়াকে দেশ ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement