জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সরস্বতী পুজোয় কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করার অভিযোগ উঠল কলেজের কিছু পড়ুয়া ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এমনকী মদ্যপ অবস্থায় তাঁদের মধ্যে মারামারি হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নহাটা যোগেন্দ্র নাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। শিক্ষাকর্মী ও কলেজের অন্য অনেকে ঘটনার কথা অস্বীকার করলেও প্রিন্সিপাল কিন্তু ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন।
অভিযোগ, কলেজের হেডক্লার্ক সমীরণ সরকার কলেজের বেশকিছু ছাত্রদের নিয়ে প্রিন্সিপালের রুমের মধ্যে মদ খাচ্ছিলেন। মদ খাওয়ার পরে কলেজ চত্বরে ঝামেলা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমীরণবাবু। তিনি বলেন, “এমন কোন ঘটনা কলেজ চত্বরে ঘটেনি। যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি আমার পদ ছেড়ে দেব।”
কলেজ সূত্রে খবর, সরস্বতী পুজোর দিন প্রিন্সিপালের ঘরের মধ্যে চলছিল মদ্যপান। মদ্যপান করে কলেজের মধ্যে চলে মারপিট। যদিও কলেজের কর্মীরা এই ঘটনার কথা সরাসরি অস্বীকার করেন। জানান, এই খবর সম্পূর্ণ ভ্রান্ত। সিসিটিভিতেই তার প্রমাণ। প্রিন্সিপালের ঘরে তো দূরের কথা, কলেজ ক্যাম্পাসের কোথাও মদ্যপান করা হয়নি। কিন্তু কলেজে মদ খাওয়ার অভিযোগ একেবারে অস্বীকার করেননি প্রিন্সিপাল ডক্টর অর্ণব ঘোষ। তিনি জানিয়েছেন, তিনি ওইদিন কলেজে উপস্থিত ছিলেন না। তাই ঘটনায় কারা জড়িত ছিলেন, তাঁর সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তবে তাঁর ঘরে কোনওরকম মদ্যপান হয়নি বলে জানান তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান প্রিন্সিপাল। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। পাশাপাশি কলেজে নিরাপত্তা বাড়িয়েছেন। গেটে দাঁড় করিয়েছেন নিরাপত্তারক্ষী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.