Advertisement
Advertisement

Breaking News

ফিরল মাও আমলের স্মৃতি, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে অচল বলরামপুর

সাড়ে ছ'বছর পর বনধে শুনশান পুরুলিয়ার শহর।

Strike hits normal life in Jungle Mahals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2018 3:59 pm
  • Updated:May 31, 2018 3:59 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আজ থেকে ঠিক সাড়ে ছ’বছর আগের কথা৷ সময়টা ২০১১ সালের নভেম্বর৷ পুরুলিয়া-সহ গোটা জঙ্গলমহলের অধিকার মাওবাদীদের হাতে৷ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অনুন্নয়ন ছিল মাওবাদীদের প্রধান হাতিয়ার৷ আর সেটাকেই পুঁজি করে শেষবারের মতো ডাকা হয়েছিল বনধ৷ মাওবাদীদের একটি গণসংগঠনের ডাকা বনধে প্রভাবও পড়েছিল যথেষ্ট৷ শুনশান ছিল তখন জঙ্গলমহল৷ কিন্তু, গত আট বছরে আমূল বদলে গিয়েছে জঙ্গলমহল৷ ফিরছে উন্নয়ন৷ কিন্তু, ভয় কমেনি৷ আজও কমেনি আতঙ্ক৷ জঙ্গলমহল থেকে মাওবাদীরা পাততাড়ি গোটানোর প্রায় সাড়ে ছ’বছর পর এই প্রথম কোনও বনধে গৃহবন্দি থাকল গোটা বলরামপুর শহর৷

পুরুলিয়া বলরামপুর শহর৷ বেশ জমজমাট৷ কয়েক লক্ষ মানুষের বসবাস৷ অবস্থানগত গুরুত্ব রয়েছে যথেষ্ট৷ খুব সহজে ঝাড়খণ্ড-জামশেদপুরের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব৷ ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের সৌজন্যে এলাকার অর্থনীতিতেও আমূল পরিবর্তন এসেছে৷ একদা মাও আধিপত্যে থাকা বলরামপুরে ফিরেছে ছন্দে৷

Advertisement
[বিজেপি-বজরং দলের সংঘর্ষেই মৃত্যু পুরুলিয়ার কর্মীর, জানালেন অভিষেক]

প্রায় সাড়ে ছ’বছর সব কিছুই ঠিকঠাক চলছিল৷ কিন্তু, মঙ্গলবার রাতে হঠাৎ ভাঙল শান্তি৷ ভোট পরবর্তী হিংসার খবরে নতুন করে আতঙ্ক ফিরল বলরামপুরের অলিতে-গলিতে৷ এতদিনের মাও আতঙ্ক থেকে বেরিয়া আসা বলরামপুর ফের একবার বনধ-হিংসার রাজনীতির জেরে থমকে থাকল ১২ ঘণ্টা৷

বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আজ দিনভর থমথমে পুরুলিয়ার এই শহর৷ এদিন সকাল থেকে কার্যত শুনশান বলরামপুর৷ অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী৷ তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মধ্যে৷ দোকান-বাজার-অফিস-আদালত শূন্য রেখে এদিন দিনভর গৃহবন্দি হয়ে রইল লালমাটির দেশের প্রান্তিক শহরের বাসিন্দারা৷

[বনধে শুনশান পুরুলিয়ার বলরামপুর, বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সরব অমিত শাহ]

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাওবাদী রাজ চলে যাওয়ার পর অনেক বনধ হয়েছে৷ একাধিক ইস্যুতে বনধ হয়েছে৷ কিন্তু, বনধ ডাকা হলেও পথে নেমেছিলেন স্থানীয়রা৷ কিন্তু, এবার পরিস্থিতির অনেকটা আলাদা৷ মাওবাদী কায়দায় বিজেপির কর্মীকে ‘খুনে’র ঘটনায় চোরা আতঙ্ক ছড়িয়ে৷ তার উপর আজ সকাল থেকে বিজেপি কর্মীদের মিছিল, সঙ্গে বনধের সমর্থনে বাইকে বিজেপির নজরদারির টিমকে রাস্তায় রাস্তায় দাপাতে দেখেও পথে বেরনোর হিম্মত দেখাতে পারেননি আমজনতা৷ পর্যবেক্ষক মহলের ধারণা, কর্মী খুনে বিজেপির চোখ রাঙানি ও জঙ্গলমহলে ‘হিন্দুত্ববাদী’ গঠনগুলির তাণ্ডবের জেরেই বনধের দিনে গৃহবন্দি থেকে কার্যত প্রাণরক্ষা পথই বেছে নিলেন বলরামপুরের খেটে খাওয়া প্রান্তিক বাসিন্দারা৷

ছবি- সুনীতা সিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement