সৌরভ মাজি, বর্ধমান: দশ মিনিটের ঝড়, আর তাতেই লন্ডভন্ড একই গ্রামের ৮০টি বাড়ি। ঝড়ের দাপট এতই প্রবল যে টিনের বাড়ি পর্যন্ত উড়ে গিয়ে আটকে গেল গাছে। এই চিত্রই দেখা গিয়েছে বর্ধমানের কালনার ধর্মডাঙা গ্রামে। মঙ্গলবার বিকালের দশ মিনিটের ঝড়ে আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের প্রায় আড়াই হাজারের বেশি বাড়ি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা তিনশো। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়।
[বিজেপিকে ঠেকাতে ভোট বয়কটের ডাক সূর্যকান্তর]
জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্গতদের জন্য ত্রানের ব্যবস্থা করেছে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, ঝড়ের তাণ্ডবে কালনা আদালত চত্বরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক আইনজীবীর। কালীনগর গ্রামে ঝড়ের আতঙ্কে প্রাণ গিয়েছে একজনের। মহকুমা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, কাটোয়ার মুস্থুলী গ্রামে ও কেতুগ্রাম থানার কাঁকুরহাটি গ্রামে মৃত্যু হয়েছে যথাক্রমে একজন করে ব্যক্তির। এছাড়া গলসির মিঠাপুর গ্রামেও বাজ পড়ে লক্ষণ বাগদি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কালনার মহকুমা শাসক জানিয়েছেন, কালনা-১ ব্লকে ৪৫০টি, কালনা-২ ব্লকে ১০১৭টি, পূর্বস্থলী-১ ব্লকে ৫৫টি ও পূর্বস্থলী-২ ব্লকে ১৫০টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। কালনা-১ ব্লকে ১৯৫টি, কালনা-১ ব্লকে ৪টি, পূর্বস্থলী-১ ব্লকে ২১টি ও পূর্বস্থলী-২ ব্লকে ১০টি বাড়ির সম্পূর্ণ ক্ষতি হয়েছে। কালনা মহকুমা ২১টি বাড়ির সম্পূর্ণ ও ১৫৪টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।যদিও বুধবার পর্যন্ত এই বিষয়ে কোনও রিপোর্ট জমা পড়েনি জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরে।
[‘ত্রুটিপূর্ণ’ নথি জমা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন]
জানা গিয়েছে, কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের ধর্মডাঙা গ্রামের নতুনপাড়া ও মাঠের পাড়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গ্রামেরই বাসিন্দা মিলন রায় ও সীমা রায়ের টিনের একতলা বাড়ি ঝড়ে উড়ে যায়। পরে একটি গাছে আটকে যায়। এই বিষয়ে মিলনবাবু জানিয়েছেন, তিনি বাড়ির টিনের চাল ধরে আটকানোর চেষ্টা করলেও তা সম্ভবপর হয়নি। মিলন রায়ের প্রতিবেশী সুবোধ শিকদার জানিয়েছেন, টিনের চালটি গাছে না আটকালে সরাসরি তাঁর বাড়িতে গিয়ে পড়ত। ফলে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। ঝড়ের চোটে ভেঙে পড়েছে গ্রামের পোল্ট্রি ফার্ম। রয়েছে। ফলে কয়েক হাজার মুরগির বাচ্চা চাপা পড়ে মারা গিয়েছে বলে জানিয়েছেন ফার্মের মালিক অসীম ঘরাতি। ভেঙে পড়েছে গ্রামের বিদ্যুতের খুঁটি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন রিপন মণ্ডল। বুধবার এলাকায় গিয়ে দুর্গতের পাশে দাঁড়ান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.