Advertisement
Advertisement

ধর্মঘটের সমর্থনে ট্রেন রুখলেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতার

যাত্রীদের সুরক্ষায় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেজন্য রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিশেষ আবেদন করেছে৷

Stopping train in support of Bandh can cause imprisonment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 10:00 am
  • Updated:June 23, 2022 7:52 pm  

স্টাফ রিপোর্টার: ধর্মঘটের সমর্থনে রেল অবরোধ করলেই জামিন অযোগ্য ধারায় আজ গ্রেফতার করবে আরপিএফ৷ অবরোধ হঠাতে রেল পুলিশের সঙ্গে আরপিএফ এক যৌথ ‘অ্যাকশন’ বাহিনী তৈরি করেছে৷ এই বাহিনী ঘটনাস্থলে রেল ও সড়ক পথে পৌঁছে যাবে নিমেষে৷ বাহিনীতে বেশ কিছু জওয়ান রাখা হয়েছে, যাঁরা বিনা অস্ত্রেই অবরোধকারীদের কুপোকাত করতে পারদর্শী৷ শুক্রবার বন্ধের দিন রেল চালু রাখতে যাবতীয় বন্দোবস্ত রেখেছে রেল৷ অবরোধ কোথায় হতে পারে এজন্য এক গোয়েন্দা রিপোর্টও সংগ্রহ করেছে রেল৷ সেই জায়গায় বেশি সংখ্যার পুলিশ ও আরপিফ মোতায়েনের পাশাপাশি লাইন ইঞ্জিন রাখা থাকবে৷ অবরোধ হলেই গ্রেফতার হওয়াদের তড়িঘড়ি সরাতে এই ইঞ্জিন ব্যবহার করা হবে৷ ধৃতদের তুলে আনতে ব্যবহৃত ইঞ্জিন বা কোচে যাতে হামলা না চালাতে পারে সেজন্য ওই ইঞ্জিনে থাকবে বিশেষ প্রহরা৷ যে সমস্ত রেলকর্মী রানিং-এ কাজ করেন তাঁদের ছুটি বাতিল করা হয়েছে৷ রাতে বা ভোর রাতে ডিউটির স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

বেশ কিছু জায়গা স্পর্শকাতর বলে রেলের খাতায় বিশেষ পরিচিত৷ বিশেষত শিয়ালদহের দক্ষিণ শাখার বেশ কিছু অঞ্চল৷ যেখানে ওভারহেডে কলা পাতা ফেলে রেল চলাচল বন্ধ করা হয়৷ এমন বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্যও পদক্ষেপ করেছে রেল৷ এজন্য শিয়ালদহ-সহ দক্ষিণ শাখার কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাকশান ভ্যান রেডি থাকবে৷ এধরনের ঘটনা ঘটলে কলা পাতা সরাতে সেখানে হাজির হবে এই ভ্যান৷

Advertisement

যাত্রীদের সুরক্ষায় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেজন্য রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিশেষ আবেদন করেছে৷ ১৮২ ডায়ালে ফোন করে ঘটনার কথা জানাতে বলেছে৷ পাশাপাশি স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা৷ কোনওরকম অসুবিধার সামনে পড়লে তাদেরও আবেদন জানাতে পারেন যাত্রীরা৷ অভিযোগ পেয়ে কড়া ব্যবস্থা না নিলে সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেল বলে জানিয়েছে৷ মহিলাদের নিরাপত্তায় থাকছেন মহিলা সুরক্ষা কর্মীরা৷ দূরপাল্লার ট্রেনগুলি যাতে হাওড়া, শিয়ালদহে সময়মতো ঢুকতে পারে সেজন্য বিশেষ নজর থাকছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement