Advertisement
Advertisement
Hilsa

অশান্ত বাংলাদেশের সীমান্তে আটকে ট্রাক, আসছে না ইলিশ, ক্ষতি কয়েক কোটি

বর্তমান পরিস্থিতি বজায় থাকলে দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ আসবে কিনা আশঙ্কা রয়েছে।

Stopped hilsa import, fish traders face loss
Published by: Subhankar Patra
  • Posted:July 21, 2024 8:50 am
  • Updated:July 22, 2024 12:55 pm

স্টাফ রিপোর্টার, হাওড়া: সংরক্ষণ নিয়ে অশান্ত (Protest) বাংলাদেশে জারি হয়েছে কারফিউ। তার জেরেই গত তিনদিন ধরে রাজ্য থেকে মাছ আমদানি-রপ্তানি কার্যত বন্ধ। একদিকে যেমন বাজারে মাছ আসছে না ফলে মাছের দাম বাড়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই অপরদিকে ব্যবসায়ীদের প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে বাঙালির পাতে মাছ কীভাবে পড়বে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন সীমান্ত দিয়ে বাণিজ‌্য কার্যত বন্ধ হয়ে পড়ায় ইতিমধ্যেই ক্ষতির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।  ট্রাক দাঁড়িয়ে থাকায় নষ্ট হচ্ছে সবজি।

[আরও পড়ুন: কীর্তির কীর্তি: ক্যানসার আক্রান্তকে ‘ভাগিয়ে দিলেন’ সৌমিত্র খাঁ, ত্রাতা তৃণমূল সাংসদ]

শনিবার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বললেন, “বাংলাদেশে যাওয়ার পথে রাস্তায় হাওড়া ফিস মার্কেটের ২০ টি ট্রাক আটকে রয়েছে। এই ২০টি ট্রাকই মাছ বোঝাই। এর মধ্যে ১০টি ট্রাকে বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হচ্ছে। আর অপরদিকে ১০টি ট্রাকে বাংলাদেশে (Bangladesh) মাছ রপ্তানি করা হচ্ছে। আবার মাছ বোঝাই ট্রাকগুলি থেকে লুঠপাটও চলছে। ফলে বাংলাদেশ থেকে মাছ আমদানি-রপ্তানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিশেষত, গত তিনদিন এই সমস্যা প্রকট হয়েছে। আমাদের মাছ ব্যবসায়ীদের নিত্যদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে।” সৈয়দ আনোয়ার মাকসুদের কথায়, এরকম চলতে থাকলে হাওড়া ফিস মার্কেটে প্রতিবছর পুজোর আগে যে পদ্মার ইলিশ ঢোকে এবার তাও আসবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

এদিকে এর জেরে হাওড়ার (Howrah) পাইকারি ফিস মার্কেটে বাংলাদেশ থেকে মাছ না ঢোকায় মাছের বাজারে মাছে ঘাটতি হচ্ছে। শুধু হাওড়া ফিস মার্কেট নয়, মাছ কম আসছে হাওড়া -সহ রাজ্যের অন্যান্য জেলার খুচরো মাছ বাজারেও। ফলে চাহিদা বাড়ায় বাজারে এখন মাছের দামও বাড়ছে।

[আরও পড়ুন: ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, পরিস্থিতি জানতে স্বরাষ্ট্রমন্ত্রকে যোগাযোগ ‘সতর্ক’ নবান্নের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement