Advertisement
Advertisement
Satabdi Express

বন্দে ভারতের পর শতাব্দী, এবার হাওড়া NJP-গামী ট্রেন লক্ষ্য করে পাথর! আতঙ্কে যাত্রীরা

বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

Stones pelted at shatabdi express | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 23, 2024 9:13 pm
  • Updated:January 23, 2024 9:13 pm  

ধীমান রায়, কাটোয়া: বন্দে ভারতের পর এবার শতাব্দী এক্সপ্রেস। ফের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বাংলায়। ক্ষতিগ্রস্ত জানলার কাচ। আতঙ্কিত যাত্রীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছাড়ে ১২০৪১ হওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। ট্রেন বর্ধমানের খানা স্টেশনে ঢুকতেই বিপত্তি। খানা ও ঝাপটের ঢাল স্টেশনের মাঝে ট্রেনের সি-৯ কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। কাচ ক্ষতিগ্রস্ত হয়। জানলার পাশে থাকা যাত্রী-সহ কামরার সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কে বা কারা এই কাণ্ড ঘটালো তা নিয়ে শোরগোল পড়ে যায়। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কয়েকটি বাচ্চা আপ শতাব্দী এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছিল। তবেও বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হয়। তারপর থেকে একাধিক রাজ্যে বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা দেখা গিয়েছে। বারবার একই ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। দক্ষিণ-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। পাশাপাশি পাথর ছোড়ার ঘটনা আটকাতে জনসাধারণের উদ্দেশে আবেদনও জানানো হয়েছে রেলের তরফে। কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার নিশানায় শতাব্দী।

[আরও পড়ুন: ‘শতাব্দীর অপেক্ষার অবসান’, রাম আবেগে ভাসছেন প্রাক্তন পাক ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement