সুব্রত বিশ্বাস: লাইনে পাথর সাজিয়ে বড়সর দুর্ঘটনা ঘটনার ষড়যন্ত্র! কিন্তু চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়েছে আপ বনগাঁ লোকাল। বারাসত স্টেশনের কাছের এই ঘটনা নিয়ে পুলিশের কাছে মামলা দায়ের করেছে আরপিএফ।
জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, যেভাবে লাইনের উপর একের পর এক পাথর সাজিয়ে রাখা হয়েছিল পাঁচ ফুটজুড়ে তাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভবনা ছিল প্রবল। তবে স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটি ধীর গতিতে থাকায় চালক তা দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি দাঁড় করিয়ে দেন। খবর দেন কোচিং ও আরপিএফকে। এরপর কোচিং বিভাগের কর্মীরা এসে লাইন থেকে পাথর সরিয়ে দেন। এজন্য ট্রেনটি সাড়ে সাতটা থেকে দশ মিনিট দাঁড়িয়ে ছিল।
এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে আরপিএফ। রেল আইনে ১৫৩ ধারায় মামালা করে তদন্ত শুরু করেছে বারাসত আরপিএফ। তবে এই ঘটনা প্রথম নয়। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে লাইনে লোহার পাত পেতে রাখা হয়। ডাউন গয়া এক্সপ্রেস তাতে ধাক্কা খায়। রাজস্থানের চিতোরগড় জেলায় লাইনে পাথর রেখে, ফিসপ্লেট খুলে বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার চেষ্টা হয়েছিল গত বছরের অক্টোবরে। হাওড়ার নলপুরে এভাবে দুর্ঘটনা এড়ায় সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। সোমবার এই ঘটনার পর আরপিএফ জানিয়েছে, লাইনে পাথর ছিল। কে বা কারা এই কাজ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও জানার চেষ্টা করছে আরপিএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.