Advertisement
Advertisement

শংসাপত্র ছিনিয়েছে বিজেপি, তৃণমূলের অভিযোগে পুনরায় গণনা পুরুলিয়ায়

আদালতে যাওয়ার হুঁশিয়ারি গেরুয়া শিবিরের।

Still vote counting is going on the 38 no booth of Purulia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 3:56 pm
  • Updated:May 20, 2018 3:56 pm

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শংসাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে পুনর্গণনা হচ্ছে রবিবার। প্রথমে আসনটিতে বিজেপি প্রার্থী গণেশ সিংহ ৪৫৬ ভোটে জয়লাভ করেছিলেন। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের প্রার্থীর জয়ের কথা কমিশনের তরফে ঘোষণা করে তাঁকে শংসাপত্র দিয়েছিলেন খোদ বিডিও। তারপরেও ওই আসনে পুনর্গণনা ঘোষনা করায় আদালতে যাওয়ার কথা ভাবছে জেলা বিজেপি নেতৃত্ব।

[কলেজে বৈঠক চলাকালীন লাইব্রেরিয়ানকে মেঝেতে ফেলে মার অধ্যাপিকার]

Advertisement

রবিবার রঘুনাথপুর কলেজের সকাল দশটা থেকে গণনার কাজ শুরু হয়। বিজেপির অভিযোগ, জেলা পরিষদের একাধিক আসনে কারচুপি করে শাসকদল তৃণমূলের প্রার্থীদেরকে জিতিয়ে দিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। এই বিষয়ে জেলা বিজেপি ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিক-সহ নির্বাচন কমিশনকে অভিযোগ করেছে। অন্যদিকে জেলা পরিষদের রঘুনাথপুর এক নম্বর ব্লকের ৩৮ নম্বর আসনের পুনরায় গণনার দাবি জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ অনাথবন্ধু মাজি। এই বিষষয়ে জানতে চাওয়া হলে পুরুলিয়ার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অলোকেশপ্রসাদ রায় কিন্তু শাসকদলের অভিযোগকে মান্যতা দিয়েছেন। তিনি জানান, ভোট গণনার দিন বিজেপির কর্মীরা দুর্ব্যবহার করেছিল। এমনকি শংসাপত্র ছিনিয়ে নিয়ে গিয়েছিল। বিষয়টি জানানো হয়েছিল নির্বাচন কমিশনে। কমিশনের নির্দেশেই রবিবার পুনরায় গণনা করা হচ্ছে।

[দুন এক্সপ্রেস থেকে ধৃত পাচারকারী, উদ্ধার ৪৬টি বিরল প্রজাতির কচ্ছপ]

অন্যদিকে বিজেপির অভিযোগ, তারা পুরুলিয়া জেলা পরিষদে অন্তত ১৫টি আসন পেতেন। পাঁচটি আসনে প্রশাসন শাসকদলের নির্দেশ মেনে কারচুপি করে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে দিয়েছে। এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, জেলা পরিষদের ওই আসনটিতে তাদের প্রার্থী ৯০০ ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু পরে জানানো হয় ওই আসনে তৃণমূল প্রার্থী জিতেছেন। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বিষয়ে আদালতে যাওয়ার। তাদের স্পষ্ট অভিযোগ, জেলা পরিষদের একাধিক আসনে শাসকদল তৃণমূলের নির্দেশে কারচুপি করে প্রশাসন তাদের প্রার্থীদের জিতিয়েছে। গননা চলাকালীন রাতে মন্ত্রী শান্তিরাম মাহাতোকে সেখানে পাঠানো হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement