জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জামা-প্যান্টের ব্যবসার আড়ালে হেরোইনের ব্যবসা! শেষরক্ষা হল না। গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে হেরোইন কারখানার হদিশ পেল এসটিএফ। বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক প্রতিবেশীরাও।
জানা গিয়েছে, এসটিএফের কাছে খবর ছিল গাইঘাটা থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে চলছে হেরোইন তৈরি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় হানা দেয় এসটিএফ। কাকলি রায় নামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর মাদকের সরঞ্জাম। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এসটিএফের দাবি, কাকলি রায়ের তত্ত্বাবধানে চলছিল মাদক তৈরি। কয়েকজন রাজমিস্ত্রির ছদ্মবেশে কাজ করতেন। কাকলি রায়-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের আধিকারিকরা।
এ বিষয়ে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস জানান, অভিযুক্ত কাকলি রায় বছর দেড়েক আগে হকারি করতেন। জামাপ্যান্ট বিক্রি করতেন। এসবের আড়ালে কবে থেকে এই মাদকের ব্যবসা শুরু হল, বে বিষয়ে হতবাক সকলে। ঘুণাক্ষরেও এই কীর্তিকলাপ কেউ জানতে পারেনি বলে দাবি স্থানীয়দের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.