Advertisement
Advertisement

Breaking News

STF

বাংলাদেশি জঙ্গি সংগঠনের জাল বিস্তারের চেষ্টা! নদিয়ার সীমান্তবর্তী গ্রাম থেকে STF-এর জালে এক

ধৃতের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

STF arrests one from Nadia, allegedly trying to form Bangladeshi terror module

জঙ্গি সন্দেহে ধৃত থানারপাড়ায় বিপ্লব বিশ্বাসের বাড়ি

Published by: Subhankar Patra
  • Posted:February 20, 2025 7:51 pm
  • Updated:February 20, 2025 7:57 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: জঙ্গি সন্দেহে নদিয়ার তেহট্ট মহকুমার থানারপাড়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বহরমপুর এসটিএফ আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। আদালত তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লা। ধৃত পেশায় দিনমজুর। অনেক দিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিল বিপ্লব। আগে তিনবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বুধবার তাকে ফের ডাকা হয় কলকাতায়। জিজ্ঞাসাবাদের পর বিপ্লবকে গ্রেপ্তার করে এসটিএফ। পেশায় দিনমজুর বিপ্লবের গ্রেপ্তারি নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন।

Advertisement

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণে মাস্টারমাইন্ড মৃত শাকিল গাজির সঙ্গে যোগ সূত্র থাকায় নাম উঠে আসে এই থানারপাড়ার গ্রামের বাসিন্দা জহিরুল সর্দারের। এই জহিরুলের বাড়িতে একাধিকবার তদন্তে গিয়েছিল এনআইএর প্রতিনিধি দলের আধিকারিকরা। জহিরুলের বাড়ির পাশেই বাড়ি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া বিপ্লবের বাড়ি। যে কারণে তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, “এসটিএফ থানারপাড়ার একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে। এর আগেও কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল।”

উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলা থেকে এবিটি জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা তলে তলে সংগঠন তৈরি করছিল বলেও অভিযোগ ওঠে। তারপরই এবার নদিয়ার সীমান্তবর্তী গ্রাম থেকে গ্রেপ্তার হল আরও এক। মুর্শিদাবাদ, দিনাজপুর ও মালদার পর আরও একটি সীমান্তবর্তী জেলায় জঙ্গি যোগ প্রকাশ্যে আসা নিয়ে উদ্বেগ বাড়ছে পুলিশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement