Advertisement
Advertisement
Drug

মালদহ থেকে ৫০ কোটি টাকার মাদক উদ্ধার STF-এর, পাচারে জড়িত সন্দেহে গ্রেপ্তার মোট ৪

পাচার চক্রের মূল পাণ্ডার খোঁজে তদন্তকারীরা।

STF arrested two drug peddlers, seized drugs which has a market value of Rs 5 crore | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2021 9:44 pm
  • Updated:August 15, 2021 9:44 pm

অর্ণব আইচ: পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটই ছিল ‘ক্লু’। সেই সূত্র ধরে তদন্ত করেই ৫০ কোটি টাকার হেরোইন উদ্ধার কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। এই ঘটনায় মালদহ থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এর আগেও কয়েক দফায় কলকাতা থেকে উদ্ধার হয়েছে প্রচুর হেরোইন। তবে গোয়েন্দা আধিকারিকদের মতে, একসঙ্গে ৫০ কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা বিরল। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ৪ জন।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার এটিএফের গোয়েন্দাদের কাছে খবর আসে, বন্দর এলাকায় পাচার হচ্ছে মাদক। সেইমতো ওই এলাকায় ফাঁদ পাতেন গোয়েন্দারা। মাদক পাচার হওয়ার সময় দু’জন ধরা পড়ে যায় এসটিএফের হাতে। তারা হচ্ছে মালদহের কালিয়াচকের মহম্মদ ইসমাইল শেখ ও মণিপুরের অভিষেক সালাম। তাদের ব্যাগে তল্লাশি করতেই উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। বেশ কয়েকটি ছোট প্যাকেটে থাকা ২ কিলো ২৯১ গ্রাম ইয়াবার দাম প্রায় পাঁচ কোটি টাকা। পুলিশের দাবি জেরার মুখে ধৃতরা স্বীকার করে, মায়ানমার থেকে এই মাদক পাচার হয়েছে উত্তর পূর্ব ভারতে। মালদহের মাদক পাচারকারী ইসমাইলদের সঙ্গে যোগাযোগ হয় মণিপুরের পাচারকারীদের। সেইমতো ইয়াবা ট্যাবলেট অভিষেকের হাত ধরে এসে পৌঁছয় মালদহে। এই মাদক কলকাতার মাদকের এজেন্টের হাতে তুলে দেওয়ার কথা ছিল।

Advertisement

[আরও পড়ুন: TMC in Tripura: ‘জরুরি অবস্থা চলছে, মহিলা কমিশন এসে দেখুক’,MP-দের উপর হামলায় সরব কুণাল]

ইয়াবার চাহিদা বাংলাদেশে বিপুল। এই রাজ্যের কিছু জেলায়ও তার চাহিদা রয়েছে। যদিও বাংলাদেশে একেকটি ইয়াবা ট্যাবলেট ২০০ থেকে ৫০০ বাংলাদেশি টাকায় বিক্রি হয়। তাই কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার সীমান্ত চোরাপথে পেরিয়ে এই ইয়াবা বাংলাদেশে পাচারের ছক কষে পাচারকারীরা। পশ্চিম বন্দর থেকে ধৃত দুই মাদক পাচারকারীকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। গোয়েন্দাদের জেরার মুখে মালদহের মাদক পাচারকারী মহম্মদ ইসমাইল শেখ জানায়, মালদহে এই মাদক পাচারকারীরা বিভিন্ন ধরনের মাদকের কারবার করে। তাদের জেরা করে জানা যায়,  রাজস্থান বা উত্তরপ্রদেশ, আবার অন্যদিকে উত্তর পূর্ব ভারত থেকে তারা পাচার করে হেরোইনও। সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে রবিবার এসটিএফ আধিকারিকরা মালদহের গাজোলে গিয়ে ফাঁদ পাতেন। গাজোলের আদিনা মোড়ের কাছ থেকে গ্রেপ্তার হয় বিহারের সমস্তিপুরের বাসিন্দা ললিত সাহানি ও মুর্শিদাবাদের রঘুনাথপুরের বাসিন্দা সুমিত আলি পাত্র। তাদের কাছ থেকে পাঁচটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১০ কিলো ৬৮ গ্রাম হেরোইন। এই মাদকের দামই আন্তর্জাতিক বাজারে ৫০ কোটি টাকা। এই মাদক তারা পাচার করার জন্য মালদহে নিয়ে আসে। ধৃতদের মাদক সহ কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সোমবার তাদের আদালতে তোলা হতে পারে। তাদের জেরা করে এই মাদক চক্রের অন্য পান্ডাদের ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: Coronavirus: কড়া বিধিনিষেধের সুফল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও নিম্নমুখী সংক্রমণ, মৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement