Advertisement
Advertisement

Breaking News

STF arrested a couple with drug from Malda town railway station

মিউজিক সিস্টেমের আড়ালে মাদক পাচার! এসটিএফের জালে দম্পতি

ধৃতদের কাছ থেকে আড়াই কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

STF arrested a couple with drug from Malda town railway station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 7, 2022 9:36 am
  • Updated:April 7, 2022 9:36 am  

বাবুল হক, মালদহ: মিউজিক সিস্টেমের আড়ালে মাদক (Drug) পাচারের ছক বানচাল। রাজ্য পুলিশের এসটিএফের জালে দম্পতি। মালদহ টাউন স্টেশন থেকে পাকড়াও করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে আড়াই কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর আনুমানিক ১২ কোটি টাকা।

রাজ্য পুলিশের এসটিএফ (STF) গোপন সূত্রে মাদক কারবারের খোঁজ পায়। সেই অনুযায়ী বুধবার মালদহ টাউন স্টেশনে হানা দেয়। সেখানে গিয়ে রিয়া শাফিন নামে বছর ২০ বছর এক মহিলা এবং তার স্বামী ২৭ বছর বয়সি গোলাম মোস্তাফার উপর নজর রাখতে শুরু করেন তদন্তকারীরা। দম্পতির আচরণে সন্দেহ হয়। তাদের কাছে থাকা একটি মিউজিক সিস্টেম দেখেও সন্দেহ হয় এসটিএফের। ওই মিউজিক সিস্টেম ভাল করে খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। কারণ, ওই সাউন্ড সিস্টেমে লুকিয়েই মাদক পাচারের ছক কষেছিল দম্পতি।

Advertisement

[আরও পড়ুন: সর্বোচ্চ শাস্তির মেয়াদ পার, ইডি মামলায় জামিন সারদা ও রোজভ্যালি কর্তার]

রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ওই দম্পতি (Couple) মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের কাছে আড়াই কেজি মাদক বাজেয়াপ্ত হয়েছে। যার বাজারদর ১২ কোটি টাকা। বিপুল পরিমাণ মাদক উত্তর পূর্ব ভারতে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা। কতদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত ওই দম্পতি, আর কে কে এই ঘটনায় জড়িত – এমনই নানা তথ্যের খোঁজে তদন্তকারীরা। ওই দম্পতিকে জেরা করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

উল্লেখ্য, গত মাসে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কে সাগরদিঘির অনুপপুর এলাকা থেকে হেরোইন-সহ দুই যুবক গ্রেপ্তার হয়। ধৃতদের সঙ্গে ছিল ৩ কেজি মাদক। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহে মাদক-সহ পুলিশের জালে দম্পতি। মাদকের রমরমা ভাবাচ্ছে তদন্তকারীদেরও।

[আরও পড়ুন: ৬ বছরেও অসম্পূর্ণ পিএইচডি, নিজের তৈরি অ্যাসিড খেয়ে আত্মঘাতী গবেষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement