Advertisement
Advertisement

Breaking News

Rape

সৎ বাবার যৌন লালসার শিকার কিশোরী! দিনের পর দিন ধর্ষণের পর শ্রীঘরে ব্যক্তি

ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Step father arrested accussed of raping teenage daughter in Kalna | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:August 28, 2022 8:13 pm
  • Updated:August 28, 2022 8:16 pm  

অভিষেক চৌধুরী, কালনা: প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা। কালনা থানায় অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) ধারায় ধর্ষণের মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রবিবার কালনা (Kalna) মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনার বাগনাপাড়া এলাকায় থাকা পনেরো বছরের ওই নাবালিকাকে তার মায়ের অনুপস্থিতিতে লাগাতার ধর্ষণ করত তার সৎ বাবা। শুধু তাই নয়, এই ঘটনার কথা কাউকে জানালে তাদের প্রাণে মেরে দেওয়ার মতো ভয় দেখাত বলেও অভিযোগ ওই নাবালিকার। গত শুক্রবার এই ঘটনার কথা জানাজানি হতেই শনিবার নাবালিকার মা কালনা থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

[আরও পড়ুন: পরীক্ষায় ফেল করবেন হবু স্ত্রী! জানতে পেরেই স্কুলে আগুন ধরিয়ে দিল স্বামী]

শুধু সৎ মেয়েকে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগই নয়, ধৃতের বিরুদ্ধে আরও বহু অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির মুর্শিদাবাদের বাড়িতে আগের পক্ষের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। সে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের জন্য যেত। অন্যদিকে এই নাবালিকার মাও কলকাতার বড়বাজারে মাঝেমধ্যেই কাজে যেতেন। এই যাতায়াতের সূ্ত্র ধরে গত তিন বছর আগে ওই ব্যক্তির সঙ্গে নাবালিকার মায়ের হিন্দমোটরে তৈরি হয় একটি সম্পর্ক। সেই সম্পর্কের গভীরতা বাড়তেই নাবালিকার মাকে বিয়ের প্রস্তাব দেয় ওই ব্যক্তি। আগের পক্ষের স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানান ওই নাবালিকার মা।

[আরও পড়ুন: ভরা যুবভারতীতে খলনায়ক সুমিত, ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ডে প্রথম জয় মোহনবাগানের]

গত ছ’মাস আগে থেকে কালনা থানার বাগনাপাড়া এলাকায় একটি ঘরভাড়া করে নাবালিকা মেয়ে ও ওই ব্যক্তিকে নিয়ে থাকতে শুরু করেন ওই মহিলা। বিভিন্ন কাজে তার মা এলাকাছাড়া হতেই সৎ বাবার যৌন লালসার শিকার হয় ওই নাবালিকা। দিনের পর দিন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় তিনমাস ধরে চলা এই ঘটনাকে চাপা দিতে সৎ বাবা তার মেয়েকে প্রাণে মারার হুমকি দিত। স্বাভাবিক কারণেই সে ভয়ে সেঁধিয়ে যেত। এরপর সেই ঘটনার কথা নাবালিকার মা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement