Advertisement
Advertisement
মালবাজার

টানা ৫৯ দিন বন্ধ থাকবে স্কুল, ছুটি কমানোর দাবিতে সরব পড়ুয়ারা

ছুটি কমানোর দাবি পড়ুয়াদের৷

Staudents protested against 59 days Holiday period in school in Malbazar
Published by: Tanujit Das
  • Posted:May 6, 2019 4:57 pm
  • Updated:May 6, 2019 4:57 pm

অরূপ বসাক, মালবাজার: একটানা ৫৯ দিন বন্ধ থাকবে স্কুল৷ শিকেয় উঠবে পড়াশোনা৷ আর এই ঘটনার প্রতিবাদেই এবার সুর চড়াল খোদ স্কুলের পড়ুয়ারাই। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি রাষ্ট্রভাষা ও মেটেলি উচ্চ বিদ্যালয়ে

[ আরও পড়ুন: তৃণমূলের হাতে আক্রান্ত সংবাদ প্রতিদিন, মাটিতে ফেলে বেধড়ক মার সাংবাদিকদের ]

Advertisement

জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো এদিনও স্কুলে যায় পড়ুয়ারা। এরপর তারা জানতে পারে, টানা ৫৯ দিন বন্ধ থাকবে স্কুল৷ সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া৷ ছাত্র-ছাত্রীরা জানায়, জানুয়ারি মাসে স্কুল খোলার পরই শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা৷ ফেব্রুয়ারি পর্যন্ত থাকে নানান অনুষ্ঠান। মার্চে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল ছুটি থাকে। এরপর ভোটের জন্য প্রায় দু’মাসের ছুটি। এরপর স্কুল খুললেই শুরু হবে পরীক্ষা৷ ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। পড়ুয়াদের আরও অভিযোগ, নভেম্বর মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট-সহ অন্যান্য শ্ৰেণীর বার্ষিক পরীক্ষাও হবে। তার আগে টানা দুই মাস ছুটির ফলে সিলেবাস শেষ হবে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের। সিলেবাস শেষ না হলে কি করে পরীক্ষা দেবে, এই প্রশ্নও তুলেছেন পড়ুয়ারা।

[ আরও পড়ুন: বেলা গড়াতেই উত্তপ্ত বনগাঁ, বোমাবাজি হিংলিতে ]

স্থানীয় সূত্রে খবর, মেটেলির ওই দুই বিদ্যালয়ে পড়াশোনা করে সংলগ্ন চা বাগানের শ্রমিকদের সন্তানরা৷ টাকা খরচ করে বাইরে টিউশন পড়ার মতো ক্ষমতা নেই তাদের। ওই স্কুলই ভরসা। মেটেলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার সাহা বলেন, শুক্রবার ও শনিবার পরীক্ষার জন্য সব পড়ুয়া বিদ্যালয়ে আসতে পারেনি। তাই সোমবার পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে বলা হয়। এদিন তাদেরকে ছুটির বিষয়ে জানান হয়৷ এদিন একই ভাবে মেটেলি রাষ্ট্রভাষা বিদ্যালয়েও পড়ুয়াদের ছুটির সরকারি নির্দেশিকার কথা বলা জানান হয়। তবে পড়ুয়ারা উলটে এই দুই মাসের ছুটি কমানোর দাবি জানিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement