Advertisement
Advertisement
Cauliflower

সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরের জের, উদয়নারায়ণপুরে কৃষকদের থেকে সরাসরি ফুলকপি কিনবে রাজ্য

সর্বনিম্ন ৫টাকা এবং সর্বোচ্চ ১০টাকা দরে কেনা হবে ফুলকপি।

State will buy cauliflower directly from farmers in Uday Narayanpur, Hawrah

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:January 8, 2025 8:28 pm
  • Updated:January 8, 2025 11:00 pm  

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুরে সরকারিভাবে ফুলকপি কিনবে রাজ্য কৃষি বিপণন দপ্তর। বুধবার হাওড়া জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির কর্তা ব্যক্তিরা উদয় নারায়ণপুরে যান। তাঁরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। প্রশাসন সূত্রে খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার ভোরে তাঁরা উদয়নারায়ণপুরে যাবেন। কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারিভাবে ফুলকপি কিনবেন।

সিদ্ধান্ত হয়েছে সর্বনিম্ন ৫টাকা এবং সর্বোচ্চ ১০টাকা দরে কেনা হবে ফুলকপি। আকার ও ওজন অনুয়ায়ী দামের তারতম্য হবে। ছোট মাপের ফুলকপি পাঁচ টাকা ও বড় কপির ক্ষেত্রে ১০টাকা দাম দেওয়া হবে। প্রাথমিকভাবে বেশ কয়েক দিন এই ফুলকপি কেনা হবে। পরিস্থিতি যত দিন স্বাভাবিক না হয়, তত দিনই ফুলকপি কেনা হবে। প্রশাসন সূত্রে সেই কথা জানা গিয়েছে। হাওড়া জেলার রেগুলেটেড মার্কেটিং কমিটির এক কর্তা বলেন, “আমরা নিজেরা বৃহস্পতিবার ভোরে সেখানে উপস্থিত থাকব। কৃষকদের থেকে সরাসরি ফুলকপি কিনব।” উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস বলেন, “আমরা সব সময়ই চাই কৃষকরা লাভবান হোক। সেজন্য সরকারিভাবে তাঁদের কাছ থেকে ফুলকপি কেনা হবে। বিষয়টি নিয়ে বিধায়ক সমীর পাঁজাও উদ্যোগী রয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার সংবাদ প্রতিদিন ডিজিটালে খবর প্রকাশিত হয়, উদয়নারায়ণপুরে ফুলকপি চাষে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তাঁরা দুই থেকে তিন টাকা দরে ফুলকপি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এমনকি ফুলকপি গৃহপালিত পশুদেরও খাওয়ানো হচ্ছে। অনেকে চাষের জন্য ৩০হাজার টাকা খরচা করেও এখনও পর্যন্ত ১০হাজার টাকাও আয় করতে পারেননি। আর্থিক সমস্যার মধ্যে কাটাচ্ছেন বহু কৃষক। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, উদয়নারায়ণপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ফুলকপি কেনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement