সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটো দৌরাত্ম্যে নাজেহাল রাজ্যবাসী৷ নিয়ম বহির্ভূতভাবে অটোয় বেশি যাত্রী তোলার ঘটনা তো আকছার ঘটছিলই, সেই সঙ্গে কোনও কোনও রুটে বেআইনিভাবে বেড়েছিল অটো ভাড়াও৷ তদন্তে নেমে রাজ্য পরিবহণ দফতর অন্তত দশটি রুটে এরকম ভাড়া বাড়ানোর খোঁজ পায়৷ তারপরই বর্ধিত ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয় অটো ইউনিয়নগুলিকে৷
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল৷ অভিযোগের সত্যতা খুঁজতে নামে রাজ্য পরিবহণ দফতর৷ দফতরের নিজস্ব তদন্তে দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে৷ এরপরই কড়া পদক্ষেপ নেয় পরিবহণ দফতর৷ ওই রুটের ইউনিয়নগুলিকে ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয়েছে৷
পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য প্রতিটি অটো স্ট্যান্ডে একটি করে বক্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সেখানে যাত্রীরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন, যার ভিত্তিতে ব্যবস্থা নেবে দফতর৷ যাত্রীদের সম্পর্কেও পাল্টা অভিযোগ জানানোর পরিসরের দাবি তোলে ইউনিয়ন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.