Advertisement
Advertisement

সামনের মার্চেই খুলছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক

এখনও পঁচিশ-তিরিশটি ঝুপড়ি রয়েছে ওই চত্বরে৷ সকলকে তাদের সুবিধামতো সরিয়ে পুনর্বাসন দিয়ে এলাকা দখলমুক্ত করতে যতটুকু সময়!

State To Fix The Opening of Dakshineshwar Skywalk
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 12:21 pm
  • Updated:June 29, 2016 12:21 pm  

স্টাফ রিপোর্টার: দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক চালুর সময়সীমা বেঁধে দিল সরকার৷ মন্দির চত্বরের রাস্তার দু’ধারকে দখলদারি মুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে ৪০০ মিটারব্যাপী ওই স্কাইওয়াক চালু করতে হবে বলে প্রকল্পের সময়সীমা নির্ধারিত হয়েছে৷ তার জন্য স্থানীয় কামারহাটি পুরসভাকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর৷
মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্তের পরই দ্রূত কাজও শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ডাকা বৈঠকে এদিন পুরসভার চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মন্দিরের ট্রাস্টি কুশল চৌধুরিও৷ বলেন, “মন্দিরের ট্রাস্টি হিসাবে আমার নৈতিক দায়িত্ব দ্রুত স্কাইওয়াকের কাজ শেষ করে দর্শনার্থীদের উন্নত পরিষেবা দেওয়ার সুযোগ করে দেওয়া৷ তার জন্যই একেবারে সময় বেঁধে কাজ শেষ করার চেষ্টা চলছে৷” পুরসভার হিসাব, এখনও পঁচিশ-তিরিশটি ঝুপড়ি রয়েছে ওই চত্বরে৷ সকলকে তাদের সুবিধামতো সরিয়ে পুনর্বাসন দিয়ে এলাকা দখলমুক্ত করতে যতটুকু সময়! তার পরই দ্রুতগতিতে কাজ শেষ হবে বলে আশা পুরসভার চেয়ারম্যানের৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement