সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করল রাজ্য৷ আজ রাজ্যের তরফে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়৷ রিপোর্টে কোথায় কত বাহিনী প্রয়োজন তা ওই রিপোর্টে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে, ভিন রাজ্য থেকে বাহিনী আসছে কি না, বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না তা এখনও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি৷
রাজ্যের পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে পরিচালনার করার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য৷ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে লাগাতার বৈঠক করেছে রাজ্য পুলিশের ডিজি৷ রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রেও কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কী কী ব্যবস্থা নিতে পারে তা নিয়ে আগেই জোরদার জল্পনাও তৈরি হয়েছে৷ বাহিনী জোগাতে ভিন রাজ্য থেকে পুলিশ আনার কথাও ভাবা হয়েছিল৷ কলকাতা হাই কোর্টের চাপে পড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবিও জানাতে থাকে কমিশন৷ কেন্দ্র বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশকে দিয়ে ভোট করাতে উঠেপড়ে লাগে রাজ্য সরকার৷ প্রয়োজনে কারারক্ষী ও কলকাতা পুলিশকে দিয়ে ভোট করানোর তোড়জোড় শুরু করে রাজ্য প্রশাসন৷
পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে কংগ্রেস ও পিডিএস৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি ক্ষতি দেখতে চেয়ে রিপোর্টও তলব করে আদালত৷ কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে আজ নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে খবর৷
যদিও, পঞ্চায়েত ভোটের ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ও বিরোধীদের দুর্বল সংগঠনের উপর ভর করে বিনা লড়াইয়ে প্রায় ২৯ শতাংশ আসনে জয় পেয়ে গিয়েছে তৃণমূল৷ ফলে, বাকি ৭১ শতাংশ আসনে ভোট হবে৷ এই কেন্দ্রগুলিতে বাহিনী মোতায়েন করাটা খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয় রাজ্যের৷ মনে করা হচ্ছে, সেই কারণেই বাইরে থেকে বাহিনী আনানোর বিষয়ে থেকে বিরত থাকছে রাজ্য৷
পঞ্চায়েত ভোট ঘিরে নিরাপত্তা ইস্যু এখন ঠিক কী অবস্থায়? বাহিনীর ঘাটতি নিয়ে উদ্ভূত সংশয়কে রাজ্য সরকার কেন ভিত্তিহীন মনে করছে? প্রশাসন সূত্রে খবর, এবার ভোটে মোট বুথ সংখ্যা ৫৮ হাজার ৪৬৭৷ কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে প্রায় ১১ হাজার বুথে এবার ভোটই হচ্ছে না। ফলে ভোট হবে প্রায় ৪৭ হাজার ৪৬৭ বুথে। কমিশনকে রাজ্য জানিয়েছে প্রতিটি বুথে এক জন করে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও এবার মোট ৪৩ হাজার ৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে একই কেন্দ্রে একাধিক বুথ রয়েছে এমন ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৫৪০০। ১২৮৩৫টি এমন ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে যেখানে মাত্র দু’টি বুথ রয়েছে। সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে একজন সশস্ত্র পুলিশ রাখার পরিকল্পনা রয়েছে বলে খবর। রাজ্য কমিশনকে জানিয়েছে, তাদের হাতে ৪৬ হাজার সশস্ত্র পুলিশ রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গেও বৈঠক হয়েছে। সেখান থেকে মিলবে প্রায় ১২ হাজার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.