Advertisement
Advertisement
ভারতী

ভারতীকে জেরা করতে পারবে রাজ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে বিজেপি নেত্রী

তবে ভারতীকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

'State police can interrogate Bharati Ghosh', SC orders to state
Published by: Tanujit Das
  • Posted:April 16, 2019 8:08 pm
  • Updated:April 17, 2019 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে জেরা করতে পারবে রাজ্য৷ এবং জেরায় যথাযথ সাহায্য করতে হবে ঘাটালের বিজেপি প্রার্থীকে৷ মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট৷ এখানেই শেষ নয়, শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানাল, নির্দেশ মতো ভারতী সহযোগিতা না করলে, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ তবে আগের মতোই বিজেপি প্রার্থীর গ্রেপ্তারির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে শীর্ষ আদালত৷

[ আরও পড়ুন:  দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস  ]

Advertisement

সূত্রের খবর, রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ বলেন, ‘‘জেরার জন্য আপনারা নোটিস পাঠিয়ে ভারতী ঘোষকে ডেকে পাঠান৷ এরপরেও উনি হাজিরা না দিলে, তখন আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ নির্বাচনের মরশুমে শীর্ষ আদালতের এই নির্দেশ ঘাটালের বিজেপি প্রার্থীকে যথেষ্ট চাপে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, ভোটপ্রচারে বেরিয়ে এমনকীতেই বিভিন্ন এলাকায় বিক্ষোভের মুখে পড়ছেন ভারতী ঘোষ৷ তার উপর আদালতের এই নির্দেশ গেরুয়া শিবিরকে ব্যাটফুটে ফেলবে বলেই মত একাংশের৷ আগামী ২৫ এপ্রিল হবে এই মামলার পরবর্তী শুনানি৷

[ আরও পড়ুন: প্রচারে মিমির হাতে লাগল চোট, মালিশে সারালেন অরূপ ]

একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ট আইপিএস অফিসার ছিলেন ভারতী ঘোষ। মুখ্যমন্ত্রীকে মা’ বলে সম্মোধন করেন তিনি। কিন্তু, ভারতীর কাজকর্মে ক্ষোভ জমছিল পুলিশমহলে। তোলাবাজি থেকে শুরু করে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এরপর তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেয় রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত মানতে না পেরে পদত্যাগ করেন ভারতী ঘোষ। এরপরই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়৷ গ্রেপ্তার হন ভারতী ঘোষের স্বামী এমভি রাজু৷ এবং তাঁর দেহরক্ষী সুজিত মণ্ডল৷ এরপরই ভারতীর বিজেপি যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়৷ এবং তা সত্যি করে গেরুয়া বসন গায়ে চাপান প্রাক্তন এই আইপিএস অফিসার৷ এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি৷ জঙ্গল মহলকে হাতের তালুর মতো চেনা ভারতীকে দিয়েই তৃণমূলের গড়ে পদ্ম ফোটাতে তৎপর গেরুয়া শিবির৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement