Advertisement
Advertisement

Breaking News

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

সাতসকালে বৃষ্টি কলকাতায়৷

State may witness heavy rain due to depression, says weather office

ফাইল ছবি

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 20, 2018 9:04 am
  • Updated:August 20, 2018 9:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর থেকেই আকাশের মুখ ভার৷ সাতসকালে বৃষ্টি নামল কলকাকাতায়৷ সোম ও মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টি হতে পারে৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিসের বক্তব্য, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে তুমুল বৃষ্টি শুরু হয়েছে পড়শি রাজ্য ওড়িশায়৷ তারই প্রভাব পড়েছে এ রাজ্যেও৷ আগামী দু’দিন ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও৷

[চারিদিকে শুধু জল! কেরলে কাজে গিয়ে প্রাণসংশয়ে বাঁকুড়ার শ্রমিকরা]

Advertisement

ভয়াবহ বন্যায় ভাসছে কেরল৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পড়শি রাজ্য ওড়িশায়ও৷ মালকানগিরি অঞ্চলে প্রবল বৃষ্টি চলছে৷ বানভাসি প্রায় লক্ষাধিক মানুষ৷ সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে এ রাজ্যেও৷ অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ বস্তুত, সোমবার ভোর থেকেই কলকাতায় আকাশের মুখভার৷ সাতসকালেই শহরের বিভিন্ন প্রান্তে ঝিরঝির করে বৃষ্টি নেমে গিয়েছে৷ রবিবার মুষলধারায় না হলেও, বৃষ্টি হয়েছে শহরে৷

কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপরেখা তৈরি হয়েছে৷ তার জেরেই তুমুল বৃষ্টি নেমেছে ওড়িশায়৷ আর স্বাভাবিক নিয়মেই পড়শি রাজ্যের নিম্নচাপের প্রভাব পড়েছে এ রাজ্যেও৷ সোম ও মঙ্গলবার ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি হতে পারে, তেমনি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও৷

[ কেরল থেকে বাঙালিদের ফেরাতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement