Advertisement
Advertisement

কর্মীদের বেতনের জন্য আরবিআই-এর কাছে আশ্বাস চাইল রাজ্য

পেনশনভোগী-সহ সরকারি কর্মীদের মাসের শুরুতে প্রয়োজনীয় টাকা পেতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বলে হয়েছে ব্যাঙ্কগুলিকে৷

State Governments told RBI to assure smooth salary process for employees

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 8:49 am
  • Updated:November 24, 2016 8:49 am  

স্টাফ রিপোর্টারকর্মীদের বেতনের টাকা পেতে যাতে সমস্যায় না পড়তে হয়, তাই ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত নগদ জোগানের বিষয়ে আশ্বাস চাইল রাজ্য সরকার৷ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক-সহ অন্য বাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব স্পষ্ট বলেছেন, রাজ্য কর্মীদের বেতনের জন্য ‘ফান্ড ট্রান্সফার’ করলেও ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত টাকা রাখতে হবে৷ পেনশনভোগী-সহ সরকারি কর্মীদের মাসের শুরুতে প্রয়োজনীয় টাকা পেতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে ব্যাঙ্কগুলিকে৷

নবান্ন সূত্রে খবর, ব্যাঙ্কগুলির প্রতিনিধিরা সরকারকে সবরকম সাহায্যের কথা বললেও জোগান অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় জোর দিয়েছেন৷ সেই ক্ষেত্রে খাতায়-কলমে বেতন হলেও কর্মীরা কতটা টাকা হাতে পাবেন তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে৷ যদিও রাজ্যের পক্ষ থেকে কর্মীদের স্বার্থে আগেভাগেই পর্যাপ্ত টাকা ব্যাঙ্কে দেওয়া হচ্ছে৷ কিন্তু সমস্যা রিজার্ভ ব্যাঙ্কের কিছু নির্দেশিকায়৷ মাসের শুরুতে মানুষের নগদ টাকার চাহিদা বাড়বে৷ নগদ চেয়ে ভিড় বাড়বে ব্যাঙ্কে ব্যাঙ্কে৷ সেই কথা মাথায় রেখেই মুখ্যসচিব ব্যাঙ্কগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ বয়স্ক ও পেনশনভোগীদের নগদ খুচরো টাকার চাহিদাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে৷ পর্যাপ্ত নতুন পাঁচশো টাকার নোটও রাখতে বলা হয়েছে৷

Advertisement

মুখ্যসচিব গ্রামের ব্যাঙ্কে ও এটিএমগুলিতেও প্রয়োজনীয় টাকা মজুত রাখার জন্য আবেদন করেছেন৷ অবস্থা স্বাভাবিক হতে এখনও আট থেকে দশদিন সময় লাগবে বলে মনে করছেন রাজ্যের অর্থ দফতরের আধিকারিকরা৷ রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যকে জানিয়েছে, যখন যেমন টাকার জোগান হবে সেই অনুযায়ী এটিএম ও ব্যাঙ্কগুলিতে টাকা দেওয়া হবে৷ এদিকে রাজ্যের মাত্র ৪০ শতাংশ এটিএম নতুন পাঁচশো টাকার নোট দেওয়ার উপযোগী করা সম্ভব হয়েছে৷ এদিনের বৈঠকে মূলত পাঁচশো টাকার নোটের দ্রুত জোগানের উপর গুরুত্ব দেওয়া হয়৷ সূত্রের খবর, রাজ্যে প্রায় ১০ হাজার এটিএম রয়েছে৷ এর মধ্যে সাড়ে তিন হাজার স্টেট ব্যাঙ্কের৷

এদিনের বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তা রেখা ওয়ারিয়র, চিফ জেনারেল ম্যানেজার (কারেন্সি) জিএন রথ ও নাবার্ডের আঞ্চলিক অধিকর্তা ছিলেন৷ অন্যদিকে, রাজ্যের সরকারি কর্মীদের বেতন পাওয়া নিয়ে যাতে কোনও সংশয় না তৈরি হয়, সে ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেটলির কাছে আশ্বাস চান তাঁরা৷ জেটলিও জানিয়ে দেন, এই ধরনের সংশয়ের প্রশ্ন নেই৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরি বলেন, “দলের তরফ থেকে একটি প্রতিনিধিদল রেখা ওয়ারিয়ারের সঙ্গে দেখা করেছি৷ উনি জানিয়েছেন, পেনশন ও বেতনের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না৷ নতুন পাঁচশো টাকার নোটও দ্রুত গ্রামে গ্রামে পৌঁছে যাবে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement