Advertisement
Advertisement

এবার নিউ দিঘার ‘ল্যারিকা’ হোটেল চালাবে রাজ্য সরকার

বকেয়া টাকা না মেলায় ও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোটেলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে৷

state government will undertake Hotel Larica, Digha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 10:14 am
  • Updated:June 24, 2016 10:14 am  

নিজস্ব সংবাদদাতা: নিউ দিঘার ‘ল্যারিকা’ হোটেল আর ইজারায় দেওয়া হবে না৷ এবার দিঘার ‘ল্যারিকা’ রাজ্য সরকারই চালাবে৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন্ সূত্রে খবর৷ পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯৯৫ সালে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রণ্ট সরকারের পর্যটন দফতরের থেকে নিউ দিঘায় ‘ল্যারিকা ইন’ হোটেল লিজ নেন রাজস্থানের ব্যবসায়ী অভিষেক শর্মা৷ তাঁকে ২১ বছরের জন্যে লিজে দেওয়া হয়েছিল৷ চুক্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে৷ মেয়াদ শেষ হওয়ার পরেও অভিষেকবাবু সরকারের সঙ্গে নতুন করে কোনও চুক্তি না করে হোটেল ব্যবসা চালিয়ে যান বলে অভিযোগ৷ তাছাড়া লিজের চুক্তি অনুযায়ী তাঁর কাছে রাজ্য পর্যটন দফতরের টাকাও বকেয়া রয়েছে বলে অভিযোগ৷ ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পর্যটন দফতরের আধিকারিকরা হোটেল সিল করে তালা লাগিয়ে দেন৷

দফতরের আধিকারিকরা এদিন হোটেল সিল করতে এসে কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন৷ ল্যারিকা হোটেলে প্রায় পঁচিশ জন কর্মী দীর্ঘদিন কাজ করেন৷ তাঁদের বেশ কয়েক মাসের বেতনের টাকা বকেয়া রয়েছে৷ সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের কাছেও নানা মালপত্রের দাম এখনও মেলেনি৷ হোটেল বন্ধ করে দিলে তাঁদের বকেয়া কীভাবে উদ্ধার হবে এই দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা৷ পরে দিঘা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর পর্যটন দফতরের আধিকারিকরা হোটেল সিল করে দেন৷ এ সময় সেখানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগান এবং কাঁথির মহকুমা শাসক সরিত্‍ ভট্টাচার্য৷ পরে মুরুগান জানান, ২১ বছরের জন্যে এক ব্যবসায়ীকে পর্যটন দফতর ল্যারিকা হোটেলটি চুক্তির ভিত্তিতে লিজ দিয়েছিল৷ মাস-দেড়েক আগে সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে৷ তাছাড়া চুক্তি অনুযায়ী কিছু টাকাও বকেয়া রয়েছে৷ তাই বকেয়া টাকা না মেলায় ও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোটেলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement