Advertisement
Advertisement

পঞ্চমীতেও ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা

নবান্ন সূত্রে খবর, পঞ্চমী থেকেই ছুটি ঘোষণা করা হবে শীঘ্রই৷

State government employees will get an extra holiday in Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 9:44 am
  • Updated:September 8, 2016 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তেমনটাই বাস্তবায়িত হতে চলেছে৷ এবার ষষ্ঠী থেকে নয়, দুর্গাপুজোর পঞ্চমীতেও ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা৷

গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল প্রায় একশো শতাংশ৷ বনধকে ব্যর্থ করে সরকারি বাস বা ট্যাক্সিতে কর্মক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন সরকারি কর্মীরা৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, প্রয়োজনে পুজোর সময় এক দিন বেশি ছুটি ঘোষণা করা হতে পারে৷ নবান্ন সূত্রে খবর, পঞ্চমী থেকেই ছুটি ঘোষণা করা হবে শীঘ্রই৷ ফলে টানা ছুটি মিলবে৷ এমনিতে মহাষষ্ঠীর দিন থেকে সরকারিভাবে ছুটি রয়েছে৷ বনধের দিন কাজ করার সুফল হাতেনাতেই পেলেন কর্মীরা৷ পুজোর ছুটির তালিকায় অতিরিক্ত একদিন যুক্ত হতে চলায় নিঃসন্দেহে খুশি হবেন কর্মীরা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement