স্টাফ রিপোর্টার: রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ডিসেম্বর মাসের বেতনের একটি অংশ নগদ অগ্রিমে পাবেন৷ ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ কর্মীরাই এই সুযোগ পাবেন৷ সোমবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ ভুক্ত কর্মী যেমন শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার কর্মীরা অগ্রিম বেতন হিসাবে ৫ হাজার টাকা নগদে পাবেন৷ সিভিক ভলান্টিয়ার, চুক্তিভুক্ত কর্মী ও ঠিকা কর্মীরা তাঁদের মাইনের ২ হাজার টাকা নগদে পাবেন অগ্রিম হিসাবে৷
যে সব কর্মীরা নগদ অর্থে অগ্রিম বেতন নেওয়ার সুযোগ পেতে চান তাঁদের বিভাগীয় ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার)-এর কাছে আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷ পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের প্রেক্ষিতে কর্মীদের অসুবিধা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সরকারি কর্মীদের নগদে অগ্রিম বেতন পেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ দফতর জরুরি ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে৷ তারপরই এই সিদ্ধান্ত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.