Advertisement
Advertisement

Breaking News

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে

ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের।

Standard 9  girl raped, murdered in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 3:19 pm
  • Updated:June 19, 2018 3:19 pm  

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়িয়ে এক ছাত্রীর রহস্যমৃত্যু। তোলপাড় শিলিগুড়িতে। পরিবারের লোকেদের দাবি, মাথা-সহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের। তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

[রাজধানী বরণেও বাবুল বনাম মেয়র! রেলের অনুষ্ঠান বদলে গেল রাজনীতির রণাঙ্গনে]

Advertisement

মৃতার বাড়ি শিলিগুড়ি শহরের রবীন্দ্রনগরে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবারের লোকেরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিল ওই নাবালিকা। রাতে তার এক বান্ধবীর মোবাইলে ফোন আসে। বলা হয়, বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া শিলিগুড়ির নেপালি বস্তি এলাকার দুর্ঘটনায় গুরুতর হয়েছে সে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন পরিবারের লোকেরা। তাঁদের দাবি, নেপালি বস্তি এলাকার একটি বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই নাবালিকা। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত ছিল তার। নবম শ্রেণির ছাত্রীকে ভরতি করা হয় শিলিগুড়ি হাসপাতালে। রাতেই হাসপাতালে মারা যায় সে। মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে।

মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় মৃতার দুই বন্ধুর বিরুদ্ধে শিলিগুড়ি থানার অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় অসিঘর থানার ওসি জানিয়েছেন, নবম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কিনা, ময়নাতদন্তে রিপোর্ট তা স্পষ্ট হবে।

[শুধু দিনে নয়, রাতেও এবার ফুটপাতবাসী অভুক্তদের ‘রবিনহুড’ চন্দ্রশেখর কুণ্ডু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub